E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষক সমাবেশ

২০১৪ এপ্রিল ১১ ১৫:৪১:৫১
গৌরনদীতে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষক সমাবেশ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ফরমালিন ও বিষমুক্ত কৃষি উৎপাদনের লক্ষে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী বাজারে গতকাল বিকেলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ন্যাচারাল বায়ো-এ্যাগ্রোটেক কোম্পানী লিমিটেডের জাপানের চেয়ারম্যান হিরোতো তোজাওয়া। জাপান ও বাংলাদেশের যৌথ উদ্যোগে উদ্ভাবিত কৃষিতে বিষমুক্ত পিআরএইচ ব্যবহার শীর্ষক উদ্ভুদ্ধকরনে কৃষক সমাবেশের আয়োজন করেন ন্যাচারাল বায়ো-এ্যাগ্রোটেক কোম্পানী প্রাইভেট লিমিটেড।

সমাবেশে অনুভব বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের বরিশাল জেলা কমিটির সভাপতি স্বপন কুমার বেপারীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কোম্পানীর চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অনুভবের জেলা কমিটির পরিচালক অধ্যাপক বিপুল বিহারী হালদার, কালব্ এর বরিশাল ও খুলনা অঞ্চলের ডিরেক্টর ভূঁইয়া রাশেদুজ্জামান ঝিলাম, সিসিএলপি’র চেয়াম্যান কার্তিক চন্দ্র বিশ্বাস, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. আহসান উল্লাহ, সাংবাদিক খোকন আহম্মেদ হীরা। বক্তব্য রাখেন ওএসডি’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, মনোজ কুমার গোমস্তা, সাংবাদিক এস.এম জুলফিকার, কৃষক জব্বার হাওলাদার প্রমূখ। সমাবেশে প্রায় পাঁচ শতাধিক কৃষকেরা উপস্থিত ছিলেন। সবশেষে ফরমালিন ও বিষমুক্ত কৃষি চাষের ওপর বিশেষ নাটক প্রদর্শন করা হয়।

(টিবি/এএস/এপ্রিল ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test