E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

২০১৪ জুন ২৮ ০৯:৫৯:১১
ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি : ঢাকা-হালুয়াঘাট মহসড়কের ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনিতে বৃহস্পতিবার রাতে শকিকুল ইসলাম (৩৫) নামে এক চালককে হত্যা করে সিএনজি চালিত অটো রিকশা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

নিহতের পরিবার ও এলাকাবাসি জানায়, অটোরিকশায় সিএনজি নিতে চালক শকিকুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে ময়মনসিংহে যায়। কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

শুক্রবার সকালে কাকনিতে লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের স্বজনরা শফিকুলের লাশ সনাক্ত করেন। নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। নিহত শফিকুল ইসলাম ফুলপুর পৌর শহরের কাজিয়াকান্দা এলাকার হাজী নেওয়াজ আলীর পুত্র।

তারাকান্দা থানার ওসি আলী আহম্মদ মোল্লা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে শফিকুলের স্বজনরা ফুলপুর গুলচত্বর মোড়ে অপরিচিত ২ জন লোক শফিকুলের সিএনজি অটো রিকশাটি শেরপুরের দিকে চালিয়ে নিয়ে যেতে দেখেন।

(এসআই/জেএ/জুন ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test