E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে এক মহিলা খুন

২০১৪ জুন ২৮ ১৫:৪৩:৩১
নাটোরে এক মহিলা খুন

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া ঋষিপড়া গ্রামে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আম্বিয়া বেগম (৪৮) নামে এক মহিলা নিহত হয়। আম্বিয়া বেগম আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে মারা যায়। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অরুন নামে একজনকে আটক করেছে। 

বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলার সীমান্ত গ্রাম আটঘরিয়া ঋষিপাড়া গ্রামে চোলাই মদ বিক্রি করা নিয়ে পার্শ্ববর্তী চন্দ্রখইর ঋষিপাড়া গ্রামবাসীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে চন্দ্রখইর ঋষিপাড়া গ্রামবাসী শুক্রবার বিকেলে আটঘরিয়া ঋষিপাড়া এলাকার আফাল উদ্দিনের বাড়িতে চড়াও হয়। এসময় তাদের হামলায় আফালের স্ত্রী আম্বিয়া বেগম আহত হয়। আহত আম্বিয়া বেগমকে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অরুন নামে একজনকে আটক আটক করে।
নিহতের ছেলে চাঁন মিয়া জানান,তার বাবা আফেল উদ্দিন এক সময় চোলাই মদ বিক্রি করতেন। তবে এখন বাড়িতেই থাকেন। এলাকাটি দুই থানার সীমান্ত এলাকা হওয়ায় চন্দ্রখইর ঋষিপাড়া এলাকার বাসিন্দা সাবেক ইউপি সদস্য শফিউর রহমান শফি ও তার বাহিনী প্রায় তার বাবার কাছে চাঁদা দাবি করে থাকে। সম্প্রতি দাবিকৃত চাঁদা না দেওয়ায় শফিউর রহমান ও বর্তমান ইউপি সদস্য আজিজুল হকসহ তাদের পেটোয়া বাহিনী শুক্রবার বাড়িতে ঢুকে তার মা আম্বিয়াকে মারপিট করে। আহত অবস্থায় তাকে প্রথমে নাটোর সদর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাদীন অবস্থায় তার মা মারা যায়।
তবে সাবেক ইউপি সদস্য সফিউর রহমান শফি এই অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবী করে জানান,আফাল দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রি করায় তিনিসহ এলাকাবাসী প্রতিবাদ করে আসছেন। এজন্য তাদের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
বড়াইগ্রাম থানার ওসি মোহম্মদ ইব্রাহীম জানান, অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সফিউর রহমান শফি একজন প্রভাবশালী ব্যাক্তি। আফাল উদ্দিন এক সময় চোলাই মদ বিক্রি করতো। বর্তমানে তার ছেলের আয়ের ওপর তাদের সংসার। পুর্বের বিরোধকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে সফিউর রহমান শফির নেতৃত্বে তার সমর্থকরা আফালের বাড়িতে গিয়ে তার বউ আম্বিয়াকে মারপিট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অরুন নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় থানায় মামলা হয়েছে।
(এমআর/এএস/জুন ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test