E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

২০১৭ আগস্ট ২৬ ১৮:৪৭:৪৭
নওগাঁয় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বন্যা দুর্গতদের মাঝে সরকারের ত্রাণ বিতরনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহের ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান অব্যাহত  রয়েছে। লাগাতার ত্রাণ বিতরনের অংশ হিসেবে নওগাঁর সামাজিক সংগঠন একুশে পরিষদ শনিবারও বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরন করেছে। এদিন সকালে নওগাঁ জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের রজাকপুর ভোকেশনাল ও টেকনিক্যাল কলেজ আশ্রয় কেন্দ্রে প্রায় শতাধিক পরিবারের মাঝে চাল এবং আলু বিতরন করা হয়েছে।

নওগাঁ সদর উপজেলার ইকরতারা কমিউনিটি ক্লিনিকে বন্যা দুর্গতদের স্বাস্থ্য সেবা প্রদানে মেডিক্যাল ক্যাম্প ও বিনামুল্যে ওষুধ প্রদান করা হয়। শনিবার সকালে জেলার সিভিল সার্জন ডাঃ রওশন আরা খানম চিকিৎসা সেবা প্রদান করেন। এদিন দুপুরে নওগাঁ শহরের পার-নওগাঁ সরদার পাড়ায় ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি প্রায় শতাধিক মানুষের মধ্যে চাল বিতরন করেছে। বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার কাদোয় মোড়ে প্রায় দুই শতাধিক বানভাসি মানুষের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনের উদ্যোগে ত্রান বিতরন করা হয়। এদিন রাণীনগরের গোনা-রাণীনগর শাখার উদ্দ্যোগে এবং গ্রামীন কল্যাণের সহযোগীতায় বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার বদলগাছী উপজেলার মথুরাপুর, আধাইপুর এবং বালুভরা ইউনিয়নের ৬৫০ টি পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, চিনি, তেলসহ শুকনা খাবার বিতরণ করা হয়। শনিবার সকাল হতে দুপুর পর্যšত নওগাঁ সদরের রজাকপুরে সুজনের উদ্যেগে ৩ শতাধিক বন্যা দুর্গতদের মাঝে বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

(বিএম/এএস/আগস্ট ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test