E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত

২০১৭ আগস্ট ২৮ ১৯:৩৬:৪৩
মান্দায় ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি : সোমবার বেলা ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে নওগাঁর মান্দায় ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত হলো। শহীদ পরিবার কল্যাণ কমিটি ও ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ পরিবার কল্যাণ কমিটির সভাপতি আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, সহ-সভাপতি ব্রহানী সুলতান গামা, আব্দুল লতিফ শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকে, উপজেলা আওয়ামীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শহীদ পরিবারের পক্ষে মমতাজ হোসেন, জসিম উদ্দিন ও প্রধান শিক্ষক পিয়ার বকস মন্ডল বক্তব্য রাখেন। পরে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, একাত্তরের ২৮ আগস্ট ভোরে স্থানীয় শান্তি কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক (রাজাকার) যথাক্রমে আহম্মদ আলী ও সমতুল্লাহ মন্ডলের সহযোগীতায় পাকিহানাদার বাহিনী মান্দা উপজেলার পাকুড়িয়া ও বিলউথরাইল গ্রামের মুক্তিকামী মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসে। পরে সেখানে তাদের লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়। এ হত্যাযজ্ঞে ১২৮ জন নিরস্ত্র মানুষ শহীদ হন। সেদিন সৌভাগ্যেক্রমে বেঁচে যান ১৭ জন। সেই থেকে প্রতিবছর ‘শহীদদের স্মরণ’ হিসেবে দিনটি পালিত হয়ে আসছে। স্থানীয়রা আক্ষেপ করে জানান, স্বাধীনতার ৪৬ বছরেও এখানকার শহীদ পরিবারের সদস্যরা কোন স্বীকৃতি পায়নি। অথচ সেদিন যাদের সহযোগীতায় ও উস্কানীতে হানাদার বাহিনী এলাকার নিরস্ত্র মুক্তিকামী মানুষকে হত্যা করেছিল, আজকে সেইসব স্বাধীনতা বিরোধী রাজাকারের সন্তান বা পরিবারের সদস্য কেউ মুক্তিযোদ্ধা কেউবা আওয়ামীলীগের নেতা পরিচয়ে এলাকায় দম্ভের সঙ্গে চলাফেরা করে। এহেন অবস্থায় সর্ষের ভিতর থেকে ভুত তাড়ানের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

(বিএম/এএস/আগস্ট ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test