E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

২০১৭ সেপ্টেম্বর ০৮ ১৪:৪০:০৮
খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

খাগড়াছড়ি প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন, গণহত্যা বন্ধ ও পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবিতে খাগড়াছড়ি জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

এসময় পুলিশের লাঠিচার্জ ও ধাওয়ায় খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবু তালেব ও খাগড়াছড়ি পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজাসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার বেলা ১০টার দিকে ভাঙ্গাব্রিজ এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ভাঙ্গাব্রিজ এলাকায় বিএনপির নেতাকর্মীরা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়াতে চাইলে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে। ছত্রভঙ্গ হওয়ার পর দ্বিতীয় দফায় বিএনপি নেতাকর্মীরা আবারও একত্রিত হওয়ার চেষ্টা করলে পুলিশ আবার ধাওয়া করে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশকে আওয়ামী লীগের নির্দেশিত পথ থেকে বের হয়ে জনগণের কাতারে আসার অনুরোধ জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, প্রশাসন থেকে অনুমতি না নেয়ায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন করতে বাধা দিয়েছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test