E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

২০১৭ সেপ্টেম্বর ০৮ ১৯:২৭:৩৫
নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় এবার ৭১৪টি মন্ডপে শারদীয় দূর্গা পুজোর আয়োজন করা হয়েছে। তবে এবারের বন্যার কারনে জেলায় ২২টি মন্ডপে পুজো হচ্ছেনা। গেল বছর জেলায় পুজো মন্ডপের সংখ্যা ছিল ৭৩৬টি। শুক্রবার বেলা ১১টায় নওগাঁর রাধা-গোবিন্দ জিঁউ ঠাকুর বাড়িতে জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায় এ তথ্য জানা গেছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব জেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন প্রসঙ্গে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনি ও চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল, যুগ্ম-সম্পাদক পিযুষ কান্তি সরকার এবং জেলার ১১ উপজেলার নেতৃবৃন্দ। এবার নওগাঁ পৌর এলাকায় ৫২টিসহ সদর উপজেলায় ১০৫টি, রানীনগরে ৪৪টি, আত্রাইয়ে ৪৮টি, বদলগাছীতে ৮৫টি, ধামইরহাটে ২৪টি, পত্নীতলায় ৭২টি, সাপাহারে ১৩টি, পোরশায় ২০টি, নিয়ামতপুরে ৫৮টি, মান্দায় ১০৩টি এবং মহাদেবপুরে ১৪২টি মন্ডপে পুজোর প্রস্তুতি চলছে। পুজো মন্ডপে মাদকসেবীদের প্রতিহত করা, মন্ডপে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানো নিষেধ এবং হিন্দি বা উচ্চ শব্দে কোন গান না বাজিয়ে বাংলা ভক্তিমুলক গান বাজানোর জন্য মন্ডপ কমিটিকে নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

(বিএম/এএস/০৮ সেপ্টেম্বর, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test