E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব

২০১৪ জুন ২৯ ১৪:৩৮:৫৬
কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব

কুষ্টিয়া প্রতিনিধি : আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এ উৎসবকে ঘিরে উৎসাহ আমেজে বাঙালি এক মহামিলনে মেতে উঠবে বলে আশা করা হচ্ছে। এক সময় রথযাত্রা উৎসবটি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন এটি বাঙালির এক মিলন মেলার উৎসবে পরিণত হয়েছে।

আজ রবিবার বিকেল ৫ টায় কুষ্টিয়া শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গন থেকে, ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু হবে। ঢাক ঢোলসহ বিভিন্ন বাদ্যের তালে তালে অাড়ম্বরপুর্ণভাবে রথযাত্রা শুরু হয়ে, বড়বাজার সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে এসে শেষ হবে। রথের মাথার দিকে থাকবে গোপীনাথের বিগ্রহ। বিগ্রহটিকে লক্ষ করে শত শত ভক্তরা পান-চিনিসহ বিভিন্ন ফুল সামগ্রী দিয়ে বরণ করবে। রথের উপর বিগ্রহটির পাশে থাকবেন গোপীনাথ জিউর মন্দিরের প্রধান পুরহিত অনন্ত মোহন বাগচী।
কুষ্টিয়ার এ রথযাত্রাকে ঘিরে বড়বাজার রেল গেট থেকে সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় পর্যন্ত বসে গ্রামীণ মেলা। প্রতি বছরই মেলায় প্রচুর লোক সমাগম ঘটে। কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, কামারী শিল্পসহ বাহারী পসরার সমাগম ঘটে মেলায়। সেই সাথে খই, জিলাপীসহ গ্রামীণ উপাদানে তৈরি নানা মিঠাই। মেলায় বিভিন্ন মুখোরোচক খাবার সামগ্রীও থাকে। সব মিলিয়ে উৎসবকে ঘিরে বাঙালির এক মিলন মেলায় পরিণত হয়। এদিকে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী রথটি ইতিমধ্যে ধুয়ে-মুছে পরিস্কার করা হয়েছে।
মেলা উপলক্ষ্যে দু’দিন আগে থেকেই কাঠের আসবাবপত্রসহ বিভিন্ন খেলনা সামগ্রীর দোকান বসেছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সভাপতি অ্যাড. অনুপ কুমার নন্দী জানান, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবকে ঘিরে সকল বাঙালি প্রাণের টানে মিলিত হবে।
(কেকে/এএস/জুন ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test