E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০১৭ সেপ্টেম্বর ১৪ ১৩:০৪:১০
রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী পৌঁছেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

সেখানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানও পৌঁছেছেন সারদায়।

এদিকে সকাল ১০টায় প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শুরুর কথা থাকলেও হালকা বৃষ্টিতে কিছুটা বিলম্বে অনুষ্ঠান শুরু হয়।

এরপর বিকেল ৩টার দিকে জেলার পবা উপজেলার হরিয়ানে রাজশাহী চিনিকল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জনসভায় রাজশাহী অঞ্চলের জনগণের জন্য তার সরকারের পরিকল্পনার কথা জানাবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলা থেকে জনসভাস্থলে আসতে শুরু করেছেন মানুষ। পুরো এলাকার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন-শৃংখলা বাহিনী।

দুই মেয়াদে ক্ষমতাশীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে এটি চতুর্থ সফর। এর আগে ২০১১ সালের ২৪ নভেম্বর রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন।

এর পর ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর বাগমারায় এবং ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি চারঘাটে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test