E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে দুর্গোৎসব ঘিরে প্রতিমা তৈরির ধুম

২০১৭ সেপ্টেম্বর ১৫ ১৫:০১:২২
দিনাজপুরে দুর্গোৎসব ঘিরে প্রতিমা তৈরির ধুম

শাহ্ আলম শাহী, দিনাজপুর : আর ক’দিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয়  উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই পুজাকে ঘিরে উত্তরের সীমান্ত জেলা দিনাজপুর জুড়ে প্রতিমা তৈরীর ধুম পড়েছে। ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরির শিল্পীরা।

দিনাজপুরে এবার এক হাজার দু’শ ৩০টি মন্ডপে পালিত হবে দূর্গ্যােৎসব। গতবারের চেয়ে এবার ১০টি মন্ডপের সংখ্যা বেড়েছে।পুজার সময় যত ঘনিয়ে আসছে,ততই বাড়ছে শিল্পীদের প্রতিমা তৈরীর ব্যস্ততা।

প্রতিমা তৈরীর শিল্পী সুবল চন্দ্র জানান, এখন দম নেয়ারও সময় নেই তাদের। রাত-দিন চলছে প্রতিমা তৈরীর কাজ। এখন শুরু হবে রং করার পালা।

শিল্পীরা এক একটি প্রতিমা তৈরীতে ১০ হাজার থেকে দেড় লাখ পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। প্রতিমা শিল্পীদের নিপূণ আঁচড়ে তৈরী হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের সবচে বড় উৎসব দূর্গা পুগা’র প্রতিমা। অতি ভালোবাসায় তৈরী করা হচ্ছে, দূর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, ও শিব মুর্তি।

দিনাজপুর নিমতলা মন্দির পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল দাস খোকন জানান, এবার পুজা মন্ডপগুলো সাজানো হচ্ছে,অপূর্ব সাজে। ভিন্নতা আছে গতবারের চেয়ে। ইতোমধ্যে ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো খুব দ্রুত সম্পন্ন করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

দিনাজপুর জেলা পূজা উৎজাপন পরিষদের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্ছু জানান, দিনাজপুরে এবার এক হাজার দু’শ ৩০টি মন্ডপে পালিত হবে দুর্গ্যােৎসব। গতবারের চেয়ে এবার ১০টি মন্ডপের সংখ্যা বেড়েছে। ২৬ সেপ্টেম্বর ষষ্টিপূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধমীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। ৩০ সেপ্টেম্বর দশমীতে বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসবের।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

(এসএএস/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test