E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রমিক ছাটাইকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রোজ হোটেল বন্ধ

২০১৭ সেপ্টেম্বর ১৭ ১৫:৫৬:০৯
শ্রমিক ছাটাইকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রোজ হোটেল বন্ধ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ৩ জন শ্রমিককে ছাটাই করায় ঠাকুরগাঁও জেলা হোটেল এন্ড রেস্তোরা শ্রমিক ইউনিয়নের ডাকা কর্মবিরতিতে বন্ধ হয়ে গেছে জেলার সুনামধন্য রোজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।অন্যদিকে কোন রকম আগাম বার্তা না দিয়ে শ্রমিক সংগঠনের ডাকা কর্মবিরতির কারণে প্রতিষ্ঠানটি দুই লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখিন হয়েছে বলে জানান হোটেল মালিক আবুল কাসেম।

জেলা হোটেল এন্ড রেস্তোরা শ্রমিক ইউনিয়ন এর ডাকা কর্মবিরতির কারণে শনিবার সকাল থেকেই অদ্যাবধি হোটেলটি বন্ধ রয়েছে।

বন্ধুদের নিয়ে রোজ হোটেলে খেতে আসা জুয়েল বলেন, আমি বন্ধুদের সাথে নিয়ে শহরের নামকরা হোটেল রোজে খেতে এসেছি। কিন্তু এখানে এসে দেখি হোটেল বন্ধ। এতে আমরা ভোগান্তির শিকার হচ্ছি।

একই কথা বলেন বালিয়াডাঙ্গী থেকে আসা আরেক গ্রাহক সুজন। তিনি বলেন, রোজ হোটেলের কথা অনেক শুনেছি।আজ শহরে জরুরী কাজে আসায় ভাবলাম রোজ হোটেলে খাব,কিন্তু হোটেল বন্ধ থাকায় তা আর হলো না। তিনি শ্রমিকদের দ্রুত এ কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানান।

হোটেল শ্রমিকরা জানান, ঠাকুরগাঁও শহরের রোজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট হতে আনারুল, ইকবাল ও জাহিদ নামে তিন শ্রমিককে কাজ হতে অব্যাহতি দেয় হোটেল কর্তৃপক্ষ। বিষয়টি সুরহার জন্য হোটেল কর্তৃপক্ষকে জানানো হলেও তাঁরা কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তাই জেলা হোটেল এন্ড রেস্তোরা শ্রমিক ইউনিয়নের ডাকা কর্মসুচি পালন করছি।

রোজ হোটেলের মালিক আবুল কাসেম বলেন, কোরবানি ঈদ উপলক্ষে হোটেল শ্রমিকদের দুইদিন ছুটি দেয়া হয়। কিন্তু হোটেলের শ্রমিক আনারুল, ইকবাল ও জাহিদ ৭দিন ছুটি কাটিয়েছে। এ কারণে তাদের হোটেলের কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি বলেন, শ্রমিকরা যে কর্মবিরতি পালন করছে সেটি একেবারে অবৈধ। তাদের গঠনতন্ত্রে স্পষ্ট বলা আছে, শ্রমিকরা কোন কর্মসূচিতে যাওয়ার আগে মালিক পক্ষকে বিষয়টি অবগত করবেন। কিন্তু তাঁরা না জানিয়ে কর্মবিরতি পালন করছেন। এতে করে তাঁর ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছেন বলে জানান তিনি।তাছাড়া শ্রমিক নেতারা বিষয়টি মিমাংসা করবে মর্মে ৫২ হাজার টাকা দাবি করছে।আমি বিষয়টি বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখাকে অবহিত করেছি।আশাকরি উনারা সুষ্ঠ সমাধান দেবেন।

এদিকে জেলা হোটেল এন্ড রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, অন্যায়ভাবে রোজ হোটেল কর্তৃপক্ষ আমাদের তিনজন শ্রমিককে কাজ থেকে অব্যাহত দিয়েছেন। এ কারণে আমরা এ কর্মবিরতি পালন করছি। শ্রমিকদের হোটেলে ফিরিয়ে নেয়া হলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করব।

(এফআইআর/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test