E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় একযোগে ১ লক্ষ তালের চারা ও বীজ রোপণ

২০১৭ সেপ্টেম্বর ১৭ ১৮:১৪:৫০
গাইবান্ধায় একযোগে ১ লক্ষ তালের চারা ও বীজ রোপণ

গাইবান্ধা প্রতিনিধি : দেশ জুড়ে বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগের কবল থেকে মানুষকে রক্ষা করতে সারাদেশের ন্যায় আগামী ২০ সেপ্টেম্বর গাইবান্ধা জেলার মহাসড়ক, সড়ক, গ্রামীণ রাস্তার পাশে এবং সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ স্কুল-কলেজের উন্মুক্ত স্থানে একযোগে ১ লাখ তালের চারা ও বীজ রোপণ করা হবে।

অধিক সংখ্যক তাল গাছ রোপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন বাস্তবায়নে গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে জেলায় এসব গাছ রোপন করা হবে। একই সাথে উপজেলা নির্বাহী অফিসারগণ উপজেলা পর্যায়ে এর বাস্তবায়ন কৌশল সমন্বয় করবেন।

আগামী ২০ সেপ্টেম্বর বুধবার গাইবান্ধা কালেক্টরেট ভবনের সামনে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জেলার সবক’টি উপজেলা, ইউনিয়ন এবং পৌরসভায় একযোগে এসব চারা ও বীজ রোপণ করা হবে।

এই কর্মসূচীতে জনগনের অংশগ্রহন নিশ্চিত করতে গোটা জেলা জুড়ে মাসব্যাপী ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হয়। গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে এক বার্তায় গাইবান্ধা জেলাবাসীকে এই মহতী কর্মপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তালের চারা ও বীজ রোপণ কর্মসূচি প্রসঙ্গে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল সাংবাদিকদের বলেন, আমাদের দেশে ভৌগলিক আয়তনের আনুপাতিক হারে বনভূমি ও বৃক্ষের পরিমান কম। এজন্যে মানুষকে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে হচ্ছে। দেশে তাল গাছের সংখ্যা কমে যাওয়ায় বজ্রপাতে প্রাণহানীর সংখ্যা ক্রমশ বাড়ছে। বজ্রপাত থেকে মানুষকে রক্ষার পাশপাশি মাটির ক্ষয়রোধ এবং তাল রস ও ফলের পরিধি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা জুড়ে তাল গাছের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে।

জেলায় তাল চারা ও বীজ রোপন কার্যক্রম সফল করতে ও তাল গাছ গুলো রক্ষণাবেক্ষনে জেলাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।


(এসআইআর/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test