E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় খোলা বাজারে চাল বিক্রি শুরু

২০১৭ সেপ্টেম্বর ২০ ২১:০৮:২৯
নওগাঁয় খোলা বাজারে চাল বিক্রি শুরু

ওগাঁ প্রতিনিধি : নওগাঁয় খোলাবাজারে চাল বিক্রি শুরু হয়েছে। জেলা সদরে ১৪ জন ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত ৩০টাকা কেজি দরে এই চাল কিনতে মানুষ লাইন ধরছে ডিলারের দোকানে। প্রত্যেককে সর্বোচ্চ ৫ কেজি করে চাল দেয়া হচ্ছে। আর এসব চাল সুষ্ঠুভাবে বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিং করছে খাদ্য বিভাগের কর্মকর্তারা।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্র জানায়, সদরের ১৪ জন ডিলারের প্রতিদিন ৫জন করে ডিলারকে ৫ মেঃটন করে চাল দেয়া হচ্ছে। সরকারী ঘোষনা অনুযায়ী রবিবার থেকে ওএমএসের চাল বিক্রি শুরুর কথা বলা হলেও নওগাঁয় প্রকৃতপক্ষে সোমবার সকাল থেকে খোলাবাজারে চাল বিক্রি শুরু হয়।

বুধবার সকালে শহরের বাজার এলাকায় ডিলারদের দোকান ঘুরে দেখা যায়, বাজারে চালের দাম বেশী হওয়ায় মানুষজন খোলা বাজারের চালের দোকানে ভিড় করছে। আর এই চালের মানও ভাল। তবে বুধবার থেকে বাজারে চালের দাম কমানোর কথা বলা হলেও তেমনটি চোখে পড়েনি।

(বিএম/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test