E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

২০১৭ সেপ্টেম্বর ২২ ১৪:২০:৫৬
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মাগুরা প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠির উপর গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ অমানবিক নির্যাতনের প্রতিবাদে মাগুরায় মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে সুপ্রভাত বাংলাদেশ মাগুরা নামে একটি  সামাজিক সংগঠন।

শুক্রবার সকালে শহরে মিছিল শেষে স্থানীয় চৌরঙ্গীর মোড়ে সংগঠনের সভাপতি সুনিল সরকারের সভাপতিত্বে এ মানবন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।

মানবন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সহ সভাপতি ফারুক রেজা ঝন্টু, আয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, শহিদুল ইসলাম টুকুল ফকির, অধ্যাপক আবু সাইদ মোল্যা, এবিএম আসাদুর রহমান, আইউব হোসেন, এ্যাড. আলাউদ্দিন, রেজাউল ইসলামসহ অন্যরা। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তরা অবিলম্বে রোহিঙ্গাদের উপর সহিংসতা বন্ধ করে তাদের মানবাধিকার নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবি জানান।

(আরএ/এসপি/সেপ্টেম্বর ২২, ২০১৭)



পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test