E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কে ৪০ ঘন্টা পর যান চলাচল শুরু

২০১৭ সেপ্টেম্বর ২২ ১৭:৫৯:৫৭
বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কে ৪০ ঘন্টা পর যান চলাচল শুরু

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে প্রায় ৪০ ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১১টায় সড়কের হাতলিঘাট নামক স্থানে মালবাহী ট্রাক গর্তে আটকা পড়ে জেলা সদরের সাথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার দুপুর একটায় একটি ট্রাক সরানোর পর থেকে যান চলাচল শুরু হয়েছে।

সরেজমিনে, সওজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের হাতলিঘাটসহ অন্তত ১০টি স্থানে বন্যার পানি থাকায় সড়কে অসংখ্য স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে সড়কে যানবাহন চলছে। এসব গর্তে প্রায়ই ছোটবড় গাড়ি আটকা পড়ছে। গত দুই তিন দিন আগে সড়ক থেকে বন্যার পানি নেমে যাওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছিল। গত বুধবার রাত ১১টার দিকে মালবাহী দুইটি ট্রাক সড়কের গর্তে আটকা পড়ে। এগুলো গত বৃহস্পতিবার সকালে সরানোর পর আবার বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আরো দুইটি মালবাহী ট্রাক একই স্থানের গর্তে আটকা পড়ে। ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শুক্রবার দুপুর একটার দিকে সড়কের পূর্ব পাশের একটি ট্রাক সরানো হয়। পরে সড়ক ও জনপথের লোকজন গর্তে ইট ও বালু ফেলে যান চলাচলের উপযোগী করেন। এরপর থেকে সড়কের একপাশ দিয়ে যান চলাচল শুরু হয়েছে।

ঘটনাস্থলে কর্মরত বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর শুক্রবার বিকেলে বলেন, ‘একটি ট্রাক সরানো হয়েছে। সড়কের পশ্চিম পাশে আরো একটি গাড়ি গর্তে আটকানো রয়েছে। সড়ক বিভাগের লোকজন ইট বালি ফেলে রাস্তা ঠিক করছেন। দুপুর দুইটা থেকে সড়কের একপাশ দিয়ে গাড়ি চলছে। তবে রাস্তা খুব নরম হয়ে আছে।’

সওজ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, ‘ঘটনাস্থলে লোকজন কাজ করছে। ইট ও বালু দিয়ে যান চলাচলের উপযোগী করা হচ্ছে।’

(এলএস/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test