E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গা পূজা উপলক্ষে নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের যৌথসভা

২০১৭ সেপ্টেম্বর ২২ ১৮:০৩:১২
দুর্গা পূজা উপলক্ষে নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের যৌথসভা

নওগাঁ প্রতিনিধি : আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু ও সুন্দর ভাবে উদযাপনের লক্ষ্যে শুক্রবার বেলা ১১টায় নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের শ্রীশ্রী বুড়া কালি মাতার পুজো মন্ডপ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহা।

সভায় বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, সাধারন সম্পাদক বিভাস মজুমদার গোপাল, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা কমিটির আহŸায়ক মাধব কর্মকার, যুগ্ম সম্পাদক ও পৌর কমিটির আহ্বায়ক পিযুষ কান্তি সরকার, প্রতাপ চন্দ্র সরকার, নওগাঁ সদর মডেল থানার ইন্সেপেক্টর (অপারেশন) মুঃ ফয়সাল বিন আহসান, এসআই আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।

এবার নওগাঁ পৌর এলাকায় ৫২টি সহ সদর উপজেলায় ১০৫টি মন্ডপে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে এবার গোটা জেলায় পূজা মন্ডপের সংখ্যা ৭২৫টি। মন্ডপগুলোতে প্রতিমার রংতুলির কাজের পাশাপাশি জোড়ালোভাবে চলছে মন্ডপ সাজানোর কাজ। নিরাপত্তা ও আইন-শৃ্খংলা রক্ষায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। জেলা প্রশাসন প্রতিটি মন্ডপে ৫শ’ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test