E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে বন্যায় বিধ্বস্ত সড়ক, দুর্ভোগে এলাকাবাসী

২০১৭ সেপ্টেম্বর ২২ ১৮:১০:৩৪
সাপাহারে বন্যায় বিধ্বস্ত সড়ক, দুর্ভোগে এলাকাবাসী

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বন্যার কারণে ভেঙ্গে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই পথে সীমান্তে পাহাড়ারত বিজিবি সহ এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। এলাকাবাসী দ্রুত রাস্তাগুলি সংস্কারের জন্য স্থানীয় এমপি সাধন মজুমদারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসী জানায়, উপজেলার পতাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র ওই সড়কগুলি বন্যার পানির স্রোতে ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেক কষ্টে রাস্তা পারাপার হচ্ছেন স্থানীয় লোকজন।

ওই ইউনিয়নের বিজিবির কোম্পানী সদর ও কলমুডাঙ্গা গ্রামে ইউনিয়ন পরিষদের একমাত্র রাস্তা হওয়ায় সড়ক দুটির গুরুত্ব অনেক। বিজিবির ট্রাক,ট্রলি, ভটভটি কিছুই চলাচল করতে পারছেনা। এমনকি ভ্যান মটরসাইকেল চলাচলেও অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি।

এ বিষয়ে শুক্রবার সকালে মোবাইলে উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদের সঙ্গে কথা হলে তিনি জানান, আমরা কাজ করার প্রস্তুতি নিয়েছি এবং বন্যার পানি সম্পূর্ন রূপে নেমে গেলে জরুরী ভিত্তিতে আরো ভাল ভাবে ক্ষতিগ্রস্থ রাস্তাগুলির সংস্কার কাজ করতে পারবো বলে আমরা আশাবাদী ।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test