E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকার খুব ভালভাবেই দেশ চালাচ্ছে : জয়

২০১৪ জুলাই ০৩ ১৩:২৯:৪৬
সরকার খুব ভালভাবেই দেশ চালাচ্ছে : জয়

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, গত সাড়ে ৫ বছর আওয়ামী লীগ সফলভাবে দেশ চালিয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ৫ বছরও আমরাই ক্ষমতায় থাকব।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে জয় এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের পরবর্তী টার্গেট সরকারের পাশাপাশি দলকে শক্তিশালী করা। সরকারের পাশাপাশি দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে চাই। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এটা করতে চাই।

দলকে শক্তিশালী করতে তথ্য প্রযুক্তির ব্যবহার পদ্ধতি সর্ম্পকে জানতে চাইলে সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করে দিয়েছি। আওয়ামী লীগের সকল সদস্যদের জন্য ডাটাবেজ করবো। যেখানে সদস্যদের নাম, ঠিকানা থাকবে।

তিনি বলেন, সদস্যদের নাম পরিচয় বিচ্ছিন্ন ভাবে না রেখে তথ্য প্রযুক্তির মাধ্যমে এক সঙ্গে রাখা হবে। যাতে প্রয়োজনে সবার সঙ্গে যোগাযোগ করা যায়।

নবম জাতীয় সংসদ নির্বাচনকালীন সময় থেকে দলকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন সজীব ওয়াজেদ জয়। বিশেষ করে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন। এবার দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে কাজ করবেন বলে জানিয়েছেন তরুণ এ তথ্য প্রযুক্তিবিদ।

আওয়ামী লীগ দেশের মানুষের জন্য পরিশ্রম করে যাচ্ছে সেটা দেশের মানুষকে জানাতে তথ্য প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব দেন। আগামী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে বলেও আশা প্রকাশ করেন জয়। গতকাল মঙ্গলবার গণভবনে তরুণ সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন সজীব ওয়াজেদ জয়।

এ বিষয়ে জানতে চাইলে জয় বলেন, আমি তরুণ সংসদ সদস্যদের সাথে বৈঠক করেছি। আপনারা জানেন তারা সকলেই আমার বয়সি।শুধু দলের প্রচারণা নয় কিভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করতে পারে তারা সে বিষয়েও তাদের কাছে সহযোগিতা চেয়েছি।

৩০০শ সংসদ সদস্যের ফেসবুক অ্যাকাউন্ট থাকার কথা ছিল কিন্তু এখন ১৫০ জনের আছে।অন্যদের কেন নেই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা প্রগতিশীল তাদের সকলের অ্যাকাউন্ট আছে। এছাড়া নির্বাচন হল মাত্র ৫ মাস। খুব শিগগির সকলেরই হয়ে যাবে। এক্ষেত্রে আমরা সকলকে সহযোগিতা করব।

দলকে শক্তিশালী করতে পর্যায়ক্রমে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান জয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বীর বাহাদুর, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, মিসবাহ উদ্দিন সিরাজ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চেৌধুরী, ড. হাছান মাহমুদ অসীম কুমার উকিল,নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ চেৌধুরী প্রমুখ।


উল্লেখ্য, সংবাদ সম্মেলন শেষে সজীব ওয়াজেদ জয় চলে যাওয়ার পর আওয়ামী লীগের সহ-সম্পাদকরা বৈঠকে বসেন।এসময় তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এর পর বেলা ১টা ৩০ মিনিটের সময় দলের দপ্তর সম্পাদকের হস্তক্ষেপে তারা শান্ত হন।

(ওএস/এটিআর/জুলাই ০৩, ২০১৪)

(ওএস/এটিআর/জুলাই ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test