E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফখরুলকে তোফায়েল

আশাবাদী হলে নির্বাচনে আসতে এত ভয় কেন

২০১৮ জানুয়ারি ২০ ১৭:৫৩:০৩
আশাবাদী হলে নির্বাচনে আসতে এত ভয় কেন

ভোলা প্রতিনিধি : ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৮০ শতাংশ ভোট পাবে’ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এজন্য তিনি মির্জা ফখরুলকে ‘জ্যোতিষী’ ও ‘গণক’ উপাধি দিয়েছেন।

শনিবার দুপুরে ভোলার উপ-শহর বাংলাবাজারে নির্মাণাধীন স্বাধীনতা জাদুঘর পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিএনপি আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন, দেশের শতকরা ৮০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দেবে।’

ফখরুলের বক্তব্যের সমালোচনা করে তোফায়েল বলেন, ‘এখনো নির্বাচনই হলো না বিএনপি ৮০ শতাংশ ভোট পেয়ে গেল। যে দল ৮০ শতাংশ ভোট পাবে বলে আশাবাদী তাদের নির্বাচনে আসতে এত ভয় কেন। আমি মনে করি ৮০ শতাংশ ভোট যাদের আছে তারা সংবিধান অনুযায়ী ক্ষমতাশীন দলের অধীনে যে নির্বাচন হবে তাতে অংশগ্রহণ করা উচিত।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সবকিছুকে নেগেটিভ ধারণা নিয়ে দেখে। তারা নির্বাচনে জেতার আগে বলে আমাদেরকে হারিয়ে দেয়া হচ্ছে, আবার জেতার পরে বলে ঠিকমত ভোট হলে আমরা আরও ভোট পেতাম।’

বিএনপির নীতি আদর্শ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে। এছাড়া তাদের কোনো বিকল্প নেই। তাদের ভয় কিসের তারা তো ৮০শতাংশ ভোট পাবে। ভোট দেবে জনগণ, তাই অহেতুক কথা বলে লাভ নেই।’

তোফায়েল বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে এবং আওয়ামী লীগ তৃতীয়বারের মতো সরকার গঠন করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী হাসেম খান, কবি তারিখ সুজাত, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমূখ।

(ওএস/এসপি/জানুয়ারি ২০, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test