E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদার ক্ষতি হলে দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে

২০১৪ জুলাই ০৬ ১৩:৪২:০১
খালেদার ক্ষতি হলে দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে


স্টাফ রিপোর্টার : খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরে যেতে হবে বা সরানো হবে’ খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যেরে প্রতিবাদে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার এতটুকু পরিমাণে ক্ষতি হলে তার দায়-দায়িত্ব এ সরকারকেই বহন করতে হবে।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত ৬ জুলাই জয়নুল আবদিন ফারুককে হত্যা প্রচেষ্টার তিন বছর পূর্তি উপলক্ষে প্রতিবাদী নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

সরকারের সামর্থ্য প্রমাণ করতে পুলিশ-র‌্যাব ছাড়া রাজপথে নামার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, এখনো সময় আছে সব দলের অংশ গ্রহণে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় যে পরিস্থিতি তৈরি হবে তার জন্য এ সরকারকেই দায়ী থাকতে হবে।

ফখরুল আরো বলেন, ৫ জানুয়ারির মাধ্যমে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন একটি পরিত্যক্ত দলে পরিণত হয়েছে। এ সময় তিনি নেতাকর্মীকে আন্দোলনের জন্যও আহ্বান জানান।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মির সরাফত উল্লাহ সফু প্রমুখ।

(ওএস/এটিআর/জুলাই ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test