E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পরাজয় মেনে নিতে না পেরে বিএনপি আবোল-তাবোল বকছে’

২০১৮ মে ১৬ ১৬:০৯:২৫
‘পরাজয় মেনে নিতে না পেরে বিএনপি আবোল-তাবোল বকছে’

খুলনা প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনের কাজ যেখানে রেখে আমি মেয়র পদ ছেড়েছিলাম সেখান থেকেই আবার শুরু করব। একই সঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে খুলনা মহানগরবাসীকে দুর্নীতিমুক্ত খুলনা সিটি কর্পোরেশন উপহার দেব। খুলনা মহানগরীকে মাদকমুক্ত করার সব প্রচেষ্টা চালাবো।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

কেসিসি নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতির অভিযোগ এনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর একশ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবির বিষয়ে তালুকদার আব্দুল খালেক বলেন, আমি শুনেছি তিনটি কেন্দ্রে কিছু সমস্যা হয়েছে। তাই বলে একশ কেন্দ্রে আবার ভোট গ্রহণ করতে হবে? এমন দাবি কেউ মেনে নেবে না। আগামী জাতীয় নির্বাচন ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই তিনি এমন দাবি করেছেন।

তিনি আরও বলেন, নির্বাচনে যদি তারা জয় লাভ করতো তাহলে নির্বাচন ঠিক হতো আর এখন পরাজয় মেনে নিতে না পেরে তার আবোল-তাবোল বকতে শুরু করেছে। কিন্তু ২০১৩ সালের নির্বাচনে আমি তো পরাজিত হয়েছিলাম। কিন্তু কোনো কথা বলিনি।

তালুকদার আব্দুল খালেক বলেন, নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে চরমপন্থীদের সখ্যতা ছিল। তারাই নির্বাচনে তাদের ব্যবহার করেছে। কিন্তু তারা যখন চরমপন্থীদের সামলাতে পারেনি তখন আইন করে তাদের ধরে ক্রসফায়ার দিয়েছে। আমরা সন্ত্রাসী ও চরমপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব।

সংবাদ সম্মেলনে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রধান নির্বাচনী এজেন্ট শেখ হারুনার রশিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, বিসিবির পরিচালক শেখ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মে ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test