E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫ জানুয়ারির নির্বাচনের জন্য বিএনপি নেতারাই দায়ী

২০১৪ জুলাই ১১ ১৪:০৫:৪৮
৫ জানুয়ারির নির্বাচনের জন্য বিএনপি নেতারাই দায়ী

স্টাফ রিপোর্টার, ঢাকা : শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের জন্য আওয়ামী লীগ যতটুকু দায়ী বিএনপিও ঠিক ততটুকু দায়ী।

গয়েশ্বর বলেন, আমাদের আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে তখন জাতিসংঘের সহকারি সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকোকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা একটি বৈঠক করেন। ওই বৈঠকে আওয়ামী লীগ বলেছিল সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় একটি নির্বাচন জরুরি। এই নির্বাচনের পর সকল দলের অংশগ্রহনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বৈঠকে কি আলোচনা হয়েছে বিষয়টি বিএনপির সকল নেতাকর্মীদের জানাননি বৈঠকে থাকা বিএনপির নেতারা।

তিনি বলেন, তোফায়েল আহমেদ এখন আলোচনার সেসব কথা অস্বীকার করছেন বলে জানান বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গয়েশ্বর প্রশ্ন রেখে বলেন, তখনকার আলোচনা জনসন্মূখে প্রকাশ করলে কি হতো ? এটা তো কোনো মাদকের ব্যবসা নয় যে জনসন্মুখে প্রকাশ করা যাবে না। এজন্য বিএনপি নেতাদের দায়ী করেন গয়েশ্বর।

গয়েশ্বর আরও বলেন, আন্দোলন থেকে মানুষ একবার সরে গেছে এই নেতাকর্মীদের আবার মাঠে ফিরিয়ে আনা সম্ভব না। তিনি বলেন, আন্দোলন করার ইচ্ছা আছে কিন্তু প্রস্ততি নেই। আন্দোলনে নিজের স্বার্থ খুঁজলে সেটা আলোর মুখ দেখবে না। ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি হাজী লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা শামসুজ্জামান দুদু, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।

(ওএস/অ/জুলাই ১১, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test