E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্রগ্রামে বিএনপির ইফতার পার্টিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩

২০১৪ জুলাই ১৩ ২০:৪৩:৩৫
চট্রগ্রামে বিএনপির ইফতার পার্টিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩

চট্রগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম উত্তরা জেলা বিএনপির ইফতার পার্টিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দলের তিনকর্মী আহত হয়েছে। তাদের নাম পরিচয় জানা না গেলেও একজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রবিবার সাড়ে ৬টায় ইফতারের আগ মুহূর্তে নগরীর পাঁচলাইশস্থ কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যায় বিএনপির ইফতার মাহফিলে আলোচনা সভা চলাকালে মিলনায়তনের বাইরে গাড়ি পার্কিং এলাকায় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ধারণা করা হচ্ছে, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরীর সঙ্গে সাবেক সভাপতি গিয়াস কাদের চৌধুরী গ্রুপের বিরোধের জের ধরে এ ককটেল বিস্ফোরণ ঘটেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর ওমর ফারুক বলেন, সভা চলাবস্থায় কিং অব চিটাগাংয়ের বাইরে কে বা কারা ককটেলটির বিস্ফোরণ ঘটায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার সময় কিং অব চিটাগাংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আসলাম চৌধুরী, সৈয়দ ওয়াহিদুল আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

(ওএস/অ/জুলাই ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test