E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটিয়ায় বিএনপির চার গ্রুপ, নেতা কর্মীরা সিদ্ধান্তহীনতায়

২০১৪ আগস্ট ০৫ ১৬:৪৭:১৯
পটিয়ায় বিএনপির চার গ্রুপ, নেতা কর্মীরা সিদ্ধান্তহীনতায়

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া বিট্রিশ আমল থেকে পটিয়াবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রাম ইতিহাসে স্থান করে নিয়েছে। পটিয়া সদর ছিল এক সময়ের সাবেক মহকুমা সদর। দক্ষিন চট্টগ্রামের পটিয়ার নেতা ও এলাকার গুরুত্ব  ভৌগলিকভাবেও  আলাদা।

গত ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল পরাজয় হওয়ার পর বিএনপির নেতা কর্মীরা চার ভাগে বিভক্ত হয়ে পড়েছে। কোন আন্দোলন সংগ্রামে কয়েকজনকে দেখা গেলেও পটিয়ার চার মনোনয়ন প্রত্যার্শী দক্ষিন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও পটিয়া সাবেক সাংসদ গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল দেশে বাইরে বেশী ভাগ সময় কাটাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমদ পটিয়ার রাজনীতির সাথে জড়িত থাকলেও তিনি বেশী ভাগ সময় ঢাকাতে কাটায়। নেতা কমীরা তার সাথে ফোনে যোগা যোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ করে না তিনি মাঝে মধ্য পটিয়ায় এসে চলে যায়। পটিয়া উপেেজলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া ও সহ সভাপতি এনামুল হক এনাম নিজেরা এলাকায় নেতা কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করতে দেখা গেলেও । তবে বিএনপির বড় একটি অংশ তাদের বিরুদ্ধে থাকায় রাজনীতিরর মাঠে কোমর সোজা করে দাড়াতে পারছে না। সিনিয়র নেতা গ্রপিং এর কারনে পটিয়ার নেতা কর্মীরা সিদ্ধান্তহীনতায় ভুগছে। এখনো পর্যন্ত আন্দোলন সংগ্রাম নিয়ে কোন মিটিং মিচিল করতে দেখা যায়নি।
বিএনপির গ্রপিং এর কারনে পটিয়া উপজেলা বিএনপির মধ্যে ছাত্রদল ও যুবদলের চারটি করে কমিটি রয়েছে। বিএনপির মধ্যে এর ব্যাতিক্রম নেই।
এর মধ্যে উপজেলা ছাত্রদল আহবায়ক সাইফুল ইসলাম ছোট ও যুগ্ন আহবায়ক রুবেল আরমান(সাদাত), আহবায়ক কামাল উদ্দীন ও যুগ্ন আহবায়ক ওয়াহিদুল আলম(এনাম), আহবায়ক সেলিম চৌধুরী,যুগ্ন আহবায়ক আবদুর রহিম(ইদ্রিস), আহবায়ক জমির উদ্দীন চৌধুরী,যুগ্ন আহবায়ক গাজী মনির( জুয়েল) নামের ছাত্রদলের চারটি কমিটি রয়েছে উপজেলা ছাত্রদলের পদবী ব্যবহার না করার জন্য কেন্দ্রীয় ছাত্রদরের নিষেধজ্ঞা জারি রয়েছে তবে এটি কেউ মানছে না। অন্যদিকে যুবদলেরও চারটি কমিটির মধ্যে উপজেলা যুবদলের সভাপতি এম এ হাশেম মেম্বার সভাপতি আবদুল গফুর সাধারন সম্পাদক, মোহাম্মদ শাহ আলম চৌধুরীকে সভাপতি, নুরুল হক সাধারন সম্পাদক, মঈনুল আলম ছোটন সভাপতি ও মোকাম্মেল হক সাধারণ সম্পাদক, অন্যদিকে ফজলুল কাদের চৌধুরী সভাপতি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এর চারিট কমিটি রয়েছে।
এব্যাপারে দক্ষিন জেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দীন চৌধুরী বলেন,পটিয়া কলেজ ছাত্রদল কমিটি আমাদের অনুমোদন রয়েছে কিন্তু পটিয়া উপজেলায় ছাত্রদলের কোন কমিটির অনুমোদন দেয়া হয়নি এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
দক্ষিন জেলা ছাত্রদল আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল আরমান বলেন,আমাদের জুনিয়র অনেকে ছাত্রদলের আহবায়ক দাবি করে প্রচারনা চালাচ্ছে আমরা বসে থাকলে এদের কমিটি নিয়ে মানুষ বিভ্রান্তিতে পড়বে এ জন্য আলাদা কমিটির কার্যক্রম চালাচ্ছি।
এব্যাপারে উপজেলা যুবদল সভাপতি মোহাম্মদ শাহ আলম চৌধুরী বলেন,আমরা সম্মেলন করে কমিটি দিয়েছি কিন্তু অন্যরা কোন সম্মেলন না করে তারা পকেট কমিটির নেতা।
এব্যাপারে দক্ষিন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কাউন্সিলর আমির হোসেন বলেন, পটিয়া পৌরসভায় যে সব নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে এদের বাদ না দেয়া পর্যন্ত কোন আন্দোলন সংগ্রামে রাস্তায় নামতে পারবে বিএনপি। ছাত্রদল যুবদল এখানো পর্যন্ত উপজেলা ও পৌরসভা ঘোছাতে না পারায় বিএনপির দুরাবস্থা চলছে।
এব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া বলেন, আমার নেতৃত্বে বিএনপির চেয়ারপার্সনের প্রতিটি নির্দেশ আগেও অক্ষরে অক্ষরে পালন করেছি আগামীতেও সকল আন্দোলন সংগ্রামের রাজ পথে কাটানো হবে।
পটিয়া পৌরসভাপতি বিএনপির সভাপতি ও চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সহ সভাপতি এটিএম মুহিববুউল্লাহ চৌধুরী বলেন,পটিয়ায় বিএনপির নেতাদের মধ্যে কোন্দলের বিষয়ে জেলা ও কেন্দ্র পর্যন্ত জানানো হয়েছে চেয়ারপার্সন কার্য্যালয়ের নির্দেশ পাওয়ার পর যেভাবে সম্ভব নেতা কর্মীদের মাঠে নামানোর জন্য কাজ চলছে।
(এনআই/এএস/আগস্ট ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test