E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুযোগের অপেক্ষায় বিএনপি : গয়েশ্বর

২০২০ নভেম্বর ২০ ১৫:০৮:২৮
সুযোগের অপেক্ষায় বিএনপি : গয়েশ্বর

স্টাফ রিপোর্টার : দলের লক্ষ্য অর্জনে কার কোথায় মৃত্যু হবে সেটা নিয়ে বিএনপি নেতারা ভাবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, বিএনপি নেতারা শুধু একটা সুযোগ, একটা পরিবেশের অপেক্ষায় আছেন।

একটি গণজাগরণের মধ্যে এ সরকারকে বিদায় দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকের তরুণ সমাজকে বলবো, আগামী দিনটা আপনাদের। আপনাদের বয়সে আমরা বাংলাদেশ কেমন দেখবো, সেই কারণে একাত্তর সালে যুদ্ধ করেছিলাম। কিন্তু যে বাংলাদেশ দেখতে চে্য়েছিলাম সেই বাংলাদেশ দেখতে পারি নেই এখনও। সেই বাংলাদেশ দেখার যে লড়াই সেই লড়াইয়ে আপনাদের পাশে আমরা আছি। আমরা সামনে থাকতে বললেও আছি, পেছনে থাকতে বললেও আছি। অর্থাৎ আমরা কখনোই আপনাদের ছেড়ে যাবো না।

এসময় কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় দোয়া মাহফিলে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান বক্তব্য দেন।

এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আমিনুল হক, মীর সরাফত আলী সপু, শহিদুল ইসলাম বাবুল, হারুনুর রশীদ, অঙ্গসংগঠনের কাজী আবুল বাশার, সুলতান সালাউদ্দীন টুকু, মোরতাজুল করীম বাদরু, সাদেক আহমেদ খান, কাজী মনিরুজ্জামান মনির, নজরুল ইসলাম তালুকদার, এসকে সাদী, মেহিদী হাসান পলাশ, আবদুর রহিমসহ কয়েকশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/নভেম্বর ২০, ২০২০)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test