E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘তারেকের বাণী তালেবানদের মতো’

২০১৪ আগস্ট ২৯ ১২:১১:৪২
‘তারেকের বাণী তালেবানদের মতো’

মাদারীপুর প্রতিনিধি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তালেবানদের মতো বাণী দিচ্ছেন বলে মন্তব্য করেছে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার সকাল ৯টার দিকে মাদারীপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় তিনি তারের জিয়াকে পাগল উন্মাদ বলে আখ্যা দেন।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, মানুষ যখন কিছু হারায় তখন সে উন্মাদ হয়ে যায়। যখন সে উন্মাদ হয় তখন সে প্রলাব বকতে থাকে। তারেক জিয়ার যদি সাহস থাকে, তাহলে বাংলাদেশের মাটিতে এসেই রাজনীতি করুক। রাজনীতি তো ওখানে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয় না।’

মন্ত্রী আরো বলেন, তালেবানদের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি বাণী দিবেন আর বাংলার মানুষ নাচবে। এটা তো হতে পারে না। যদি রাজনীতি করার ইচ্ছে থাকে, তা হলে বাংলাদেশের মাটিতে এসে করতে হবে। বাংলার মানুষ বিদেশে বসে কোন ভিডিও চিত্র দেখে কিছু করবে না। এখানে বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত হচ্ছে। যখন তারা এদেশের মানুষের সমর্থন হারাচ্ছেন তখন তাদের এরকমই বলা স্বাভাবিক।’

মন্ত্রী সকালে নিজ বাসভবনে স্থানীয় কর্মী-সমর্থক ও জনগণের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম প্রমুখ। পরে মন্ত্রী রাজৈর উপজেলা পরিষদের পুকুরে মৎস্য অবমুক্তকরণ করেন।

উল্লেখ্য, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া লন্ডনের কুইন মেরী ইউনিভার্সিটিতে আয়োজিত ‘স্ট্র্যাটেজি ফর এ প্রসপারাস বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে বিরূপ মন্তব্য করেন।

(ওএস/এইচআর/আগস্ট ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test