E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনগণ-পুলিশকে প্রতিপক্ষ হিসেবে নিয়েছে বিএনপি

২০২১ এপ্রিল ১৫ ১৬:৪৩:০৭
জনগণ-পুলিশকে প্রতিপক্ষ হিসেবে নিয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার : বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ এবং পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের জন্যই শেখ হাসিনার প্রতিটি কর্মসূচি। সরকার নয়, বিএনপিই জনগণকে তাদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে। তাদের জনগণ ভোট দেয় না বলে সহিংসতা করে। এখন জনগণের জানমালের ক্ষতি করছে তারা।’

বৃহস্পতিবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘২৬ মার্চ বিএনপির উসকানিতে হেফাজতে ইসলাম তাণ্ডব চালিয়েছিল। সেদিনের এবং পরবর্তী ঘটনাবলী দেশকে অস্থিতিশীল করার এক গভীর চক্রান্ত ছিল এবং তা ছিল পরিকল্পিত। এ পরিকল্পনায় স্বাধীনতাবিরোধী অপশক্তিকে উসকানি দিয়েছে বিএনপি এবং এ তাণ্ডবলীলা বিএনপি ও তার দোসরদের পূর্বপরিকল্পিত।’

ওবায়দুল কাদের বলেন, ‘এদেশের রাজনীতিতে কে কাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তা এখন দিবালোকের মতো স্পষ্ট। শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ নেই। কারণ জনগণের কাছে সবকিছুই আজ স্পষ্ট।’

করোনা সংকটে রাজনৈতিকভাবে কাউকে আক্রমণ করার চিন্তা নেই জানিয়ে কাদের বলেন, ‘পারস্পরিক দোষারোপ করোনা সংকটকে আরো ভয়াবহ করে তুলবে। এ দোষারোপের রাজনীতি থেকে এ মুহূর্তে বের হয়ে আসতে হবে। করোনা নিয়ে এখন কারো রাজনীতি করা সমীচীন নয়। বিএনপি যদি আজ এই মহামারির সময়ে ব্লেম গেমের রাজনীতি থেকে নিজেদের বিরত রাখে, সেটাই জনগণের জন্য শুভ। অহেতুক সরকার বিরোধিতার নামে করোনা সংকটে রাজনৈতিক অপপ্রচার বন্ধ রাখুন।’

ওবায়দুল কাদের বলেন, ‘বেগম খালেদা জিয়ার করোনা আক্রান্ত হওয়া নিয়ে জনগণ শঙ্কায় আছে। কারণ এ নিয়ে বিএনপি আবার কখন কোন অপরাজনীতি শুরু করে!’

‘টেমস নদীর পাড়ে বসে বাংলাদেশের মানুষের চোখের ভাষা, মনের ভাষা বোঝা সম্ভব নয়। তাই বিএনপির রাজনীতি এখন হাওয়া থেকে পাওয়া জনবিরোধী উপাদান নির্ভর তৎপরতায় পূর্ণ’, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

(ওএস/এসপি/এপ্রিল ১৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test