E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খেলাফত মজলিসের মহাসচিবের মুক্তি দাবি ফখরুলের

২০২১ এপ্রিল ২৫ ১৫:৪২:৪২
খেলাফত মজলিসের মহাসচিবের মুক্তি দাবি ফখরুলের

স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদেরের মুক্তি চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আবদুল কাদেরের গ্রেফতারের ঘটনায় রবিবার (২৫ এপ্রিল) দেয়া এক এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই দাবি জানান।

তিনি বলেন, 'বর্তমান অবৈধ সরকার নিজেদের অনৈতিক শাসনকে দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী দল এবং ভিন্ন মত, স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এরই ধারাবাহিকতায় ২০ দলীয় জোট নেতা, খেলাফত মজলিসের মহাসচিব ও দেশের বিশিষ্ট আলেম অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সারাদেশে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীকে গত এক মাসে অন্যায়ভাবে গ্রেফতার ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে।'

মির্জা ফখরুল বলেন, 'আমি অবিলম্বে ২০ দলীয় জোট নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও গ্রেফতার অভিযান বন্ধের জোর দাবি জানাচ্ছি।'

করোনা মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'দেশ পরিচালনা ও করোনা মোকাবিলায় সরকারের নিদারুণ ব্যর্থতায় জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে আন্দোলন-সংগ্রাম দমন করতে সরকার এহেন অরাজক পরিস্থিতি তৈরি করছে। ভয়াবহ করোনা পরিস্থিতিতেও রমজানের মধ্যেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নাই।'

(ওএস/এসপি/এপ্রিল ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test