E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এ কে খন্দকারকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

২০১৪ সেপ্টেম্বর ০৬ ১৮:০৫:৪৭
এ কে খন্দকারকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, “এ কে খন্দকারকে জাতির কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। তার প্রকাশিত বইয়ে স্বাধীনতার প্রকৃত ইতিহাস ও বঙ্গবন্ধুকে নিয়ে কিছু উক্তি লিখে বিরোধীদের হাতে সমালোচনার অস্ত্র তুলে দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক।”

আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহরে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত পৌর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নাসিম বলেন, তাকে (এ কে খন্দকার) মনে রাখতে হবে, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার পর আমার পিতা ক্যাপ্টেন মনসুর আলী প্রধানমন্ত্রী হিসাবে এ কে খন্দকারকে হত্যাকারীদের বিরুদ্ধে বিদ্রোহ করতে বলেছিলেন। কিন্ত তা না করে তিনি খুনীদের কাছে আত্মসর্মপণ করেছিলেন। তারপরও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে মন্ত্রীত্ব দিয়ে সম্মানিত করেছিলেন।

তিনি বলেন, 'আজ সেই এ কে খন্দকার বই প্রকাশের নামে দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করে ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। এ ভুলের জন্য জাতির কাছে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইসহাক আলী।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত মহিলা এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. কে,এম হোসেন আলী হাসান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানীউল হক দানীসহ অন্যরা।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test