E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি সব সঙ্কটে জনগণের পাশে দাঁড়িয়েছে : গয়েশ্বর

২০২১ আগস্ট ১১ ১৬:৫৮:৪৮
বিএনপি সব সঙ্কটে জনগণের পাশে দাঁড়িয়েছে : গয়েশ্বর

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সব সঙ্কটকালীন সময়ে বিএনপি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে। কারণ আমরা রাজনীতি করি জনগণের জন্য, রাজনীতি মানেই হলো জনসেবা। দান সব সময় নিঃস্বার্থ করতে হয়।’

বুধবার (১১ আগস্ট) দুপুরে কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির উদ্যোগে করোনার চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকার অনেক আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কী আন্দোলন করব? আমি বললাম- এই সরকার করোনায় আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে রয়েছে। ভেন্টিলেশনটা খুলে দিলে সরকার আর থাকবে না। ওরা আতঙ্কে রয়েছে।’

তিনি বলেন, ‘রাজনীতিবিদদের বড় কাজ হচ্ছে জনসেবা। জনসেবার বৃহত্তর লক্ষ্যে রাজনৈতিক সহযোগিতার দরকার হয়। কিন্তু জনসেবা থেকে কোনো রাজনীতি জনগণ কখনোই গ্রহণ করে না। জনগণের মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসার অধিকার অন্যতম। তা নিশ্চিত করতে এই সরকার ব্যর্থ হয়েছে।’

দলের নেতা-কর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘প্রয়োজনে একাধিক হেল্প সেন্টার খুলতে হবে। ওষুধ বিতরণের ক্ষেত্রে ভাল চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিনা পরামর্শে কাউকে ওষুধ দিলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাবে।’

কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন, কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/আগস্ট ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test