E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ন্যায্য হিস্যা আদায়েই এই অভিযাত্রা : ফখরুল

২০১৪ এপ্রিল ২৩ ১৪:২৬:২৪
ন্যায্য হিস্যা আদায়েই এই অভিযাত্রা : ফখরুল

রংপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তার পানি আমাদের জন্মগত ও আন্তর্জাতিক অধিকার। তাই খালেদা জিয়ার নির্দেশে পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য আমাদের এই অভিযাত্রা।

বুধবার সকালে রংপুর মহানগরীর শহীদ মিনারে ডালিয়া অভিমুখে অভিযাত্রার প্রাক্কালে একটি সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, আমরা পানির ন্যায্য হিস্যা পাচ্ছি না। তিস্তা চুক্তি দ্রুত করা হবে এমন কথা বলা হলেও তা বাস্তবায়িত হচ্ছে না। ৫৪টি নদীর ওপর ভারত বাঁধ দিয়ে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা কোনো দেশের আধিপত্য মেনে নেব না। সরকার জনগণের দাবি পূরণে ব্যর্থ হয়েছে।তারা জনগণকে কিছুই দিতে পারেনি।

তিনি আরো বলেন, আমাদের এই লংমার্চ বাংলাদেশ কিংবা ভারত সরকারের বিরুদ্ধে নয়। এমনকি ভারতের জনগণের বিরুদ্ধেও নয়। পানির ন্যায্য হিস্যা আদায়েই আমাদের এই যাত্রা।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, লে. জেনারেল অব. মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ড. ওসমান ফারুক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, জেলা সভাপতি মোজাফফর হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

(ওএস/এটি/এপ্রিল ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test