E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিপুল ভোটে আইভীর হ্যাটট্রিক

২০২২ জানুয়ারি ১৬ ২০:২৫:৫৭
বিপুল ভোটে আইভীর হ্যাটট্রিক

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ সদর : ইভিএম ভোটে এবারও বিজয় ছিনিয়ে নিলেন আইভী। অপর দিকে হেরে গেলেন বিএনপির প্রভাবশালী নেতা তৈমুর।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) তৃতীয় বারের নির্বাচনে বিপুল ভোটে এবারও নির্বাচিত হয়েছেন সাবেক দুইবারের নির্বাচিত মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি। অপর দিকে প্রায় অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে হেরে গেলেন নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতা এ্যাড. তৈমুর আলম খন্দকার।

আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ জানুয়ারি (রবিবার) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। রবিবার সন্ধ্যায় ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রতিদ্বন্ধিতায় এগিয়ে থাকার খবর আসতে থাকে প্রায় প্রতিটি কেন্দ্র থেকে। সন্ধ্যার কিছু সময় পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। একের পর এক কেন্দ্রের ফল ঘোষণা দেয়া হচ্ছে আর প্রতিদ্বন্দ্বী হাতি প্রতিক প্রার্থী তৈমুরের সঙ্গে নৌকার প্রার্থী আইভীর ব্যবধান বেড়েই চলছিলো। শেষ পর্যন্ত ১৯২টি কেন্দ্রের ফল গণনা শেষে দেখা যায়, নৌকা প্রতিকে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৯২ হাজার ১৭১ টি। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৬৯ হাজার ১০২।

এর আগে প্রথম বার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হন আইভী। দ্বিতীয় বার দলীয় প্রতীকে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও জয়ী হন তিনি। এর আগে ২০০৩ সালে পৌর মেয়র হিসেবে আইভীকে বেছে নিয়েছিলেন নারায়ণগঞ্জবাসী।

গত বছরের ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে সর্বমোট ৭ (সাত) জন্য প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেন। আওয়ামী লীগ থেকে দলীয় প্রতিক নৌকা নিয়ে আইভি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতিক নিয়ে তৈমুর, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন দেয়াল (ঘড়ি প্রতিক), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাসুম বিল্লাহ (হাত পাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাত ঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোঃ জসিম উদ্দিন (বটগাছ) এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেন।

নাসিক নির্বাচনে ২৭ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং ৯ টি সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করেন ৩৪ জন।

এর আগে ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদম রসুল পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠন করা হয়।

(এস/এসপি/জানুয়ারি ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test