E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি গণতন্ত্রের কোনো পদ্ধতি বিশ্বাস করে না

২০২২ ফেব্রুয়ারি ১২ ২০:০৪:২১
বিএনপি গণতন্ত্রের কোনো পদ্ধতি বিশ্বাস করে না

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি কখনো গণতন্ত্রের কোনো পদ্ধতিতে বিশ্বাসী ছিল বলে তাদের ইতিহাস বলে না। তারা যখন ক্ষমতায় ছিল কখনোই নির্বাচন কমিশন আইন গঠন করেনি এবং এ নিয়ে কারও সঙ্গে আলোচনার প্রয়োজনও বোধ করেনি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগরে ট্রলার চালিত নৌকাযোগে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে না। এই দলটির জন্মই হয়েছে অবৈধ পন্থায়। নির্বাচন কমিশন নিয়ে তাদের মিথ্যাচারও জাতি দেখেছে। রাষ্ট্রপতি যখন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির আহ্বান জানালেন তখন বিএনপি বললো তারা নির্বাচন কমিশন আইন চায়। কিন্তু আমাদের আইনমন্ত্রী যখন আইন তৈরির কথা বললেন তখন বিএনপি আবার বললো তড়িঘড়ি করে আইনটি তৈরি করা হচ্ছে। বিএনপি এভাবে একের পর এক মিথ্যাচার করে চলেছে। তাই তাদের নিয়ে জনগণের আর কোনো মাথাব্যথা নেই।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচার সামনে তুলে হানিফ বলেন, বিদেশে নিয়ে চিকিৎসা না করালে তিনি নাকি বাঁচবেন না। কিন্তু এখন তো বাসায় ঠিকই সুস্থ আছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২২)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test