E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘হতাশা থেকে বিএনপি নেত্রী গরম গরম কথা বলছেন’

২০১৪ সেপ্টেম্বর ২৫ ১৪:৫০:১৩
‘হতাশা থেকে বিএনপি নেত্রী গরম গরম কথা বলছেন’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার ছেলেদের নামে মামলা থাকায় আন্দোলন করতে ব্যর্থ হচ্ছেন। আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়েই চরম হতাশা থেকে বিএনপি নেত্রী গরম গরম কথা বলছেন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম ৮ লেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়িতে যাতায়াত করতে পারেন, সেজন্য সারাদেশে সড়ক ও মহাসড়কে যানজট, সংস্কার কাজের জন্য ২৪টি টিম ওয়ার্কের মাধ্যমে তদারকি চলছে। মহাসড়কের পাশে যাতে কোনো ধরনের পশুর হাট না বসে সেজন্য কাজ চলছে।

মন্ত্রী জানান, মহাসড়কে পশু বহনকারী গাড়ি কিংবা অন্য কোনো যানবাহনে যাতে চাঁদাবাজি না ঘটে, সেজন্য র‌্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নির্দেশ দেওয়া হবে।

সড়ক ও জনপথ সহ সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বৃষ্টির জন্য সড়কের সংস্কার কাজ বন্ধ থাকবে, এমন অজুহাত আমি শুনতে চাই না। বৃষ্টির বিষয়টি মাথায় রেখেই কাজ করতে হবে। আমরা আশা করছি বৃষ্টি না হলে রোজার ঈদের মতোই এবারো ঘরমুখো মানুষের কোনো ভোগান্তি হবে না। যানজটও আশা করি থাকবে না।

ঢাকা-চট্রগ্রাম ৮ লেনের কাজ নিয়ে সংসদীয় কমিটির অসন্তোষের ব্যাপারে মন্ত্রী বলেন, ৮ লেনের কাজ চলছে। কমিটির অসন্তোষের প্রতিবেদন এখানো আমার হাতে আসেনি। প্রতিবেদন পেলে এ ব্যাপারে কথা বলতে পারবো।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ এর নির্বাহী প্রকৌশলী রশমি এ ফাতেমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ মুসা, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত হালদার প্রমুখ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test