E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পদ্মা সেতু নিয়ে জনগণের উল্লাসে বিএনপির মন খারাপ

২০২২ জুন ২৫ ০০:৪৯:২৮
পদ্মা সেতু নিয়ে জনগণের উল্লাসে বিএনপির মন খারাপ

স্টাফ রিপোর্টার : বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে দেশের জনগণের উল্লাসে বিএনপির মন খারাপ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৪ জুন) বিকেলে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। রাজধানীর শ্যামপুর ধোলাইপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা-মাওয়া সংযোগ সড়কের প্রবেশমুখে আওয়ামী মোটরচালক লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মোটরচালক লীগের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্ব করেন। উদ্বোধনের পর মোটরচালকদের র‍্যালিটি শ্যামপুর এলাকা প্রদক্ষিণ করে।

হাছান মাহমুদ বলেন, ‘২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। সমগ্র বাংলাদেশের মানুষ আনন্দে উদ্বেলিত-উল্লসিত। চালকদের মধ্যে আনন্দ-উল্লাস আরও বেশি। কারণ তাদের কষ্ট লাঘব হয়েছে। পদ্মা পাড়ি দেওয়ার জন্য তাদেরকে আর ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দিনের পর দিন অপেক্ষা করতে হবে না।’

সরকার কোনো উৎসব আয়োজন করেনি, উদ্বোধনী অনুষ্ঠান করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আনন্দ উল্লাস করছে দেশের মানুষ। দেশের প্রতিটি মানুষ আজকে পদ্মা সেতু দেখতে চায়। বাংলাদেশের মানুষের এই আনন্দ-উল্লাসে, বিএনপি-জামায়াতের আনন্দ হচ্ছে না। তাদের মন খারাপ। সেজন্য মির্জা ফখরুল সাহেবসহ বিএনপি নেতারা আবোল-তাবোল কথা বলা শুরু করেছেন।’

বিএনপিকে প্রত্যাখ্যান করতে মোটরচালকদের প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, এ দেশে দিনের পর দিন হরতাল-অবরোধ ডেকে চালকদের ওপর অগ্নিসন্ত্রাস চালিয়েছিল বিএনপি-জামায়াত। বিএনপির নেতৃত্বে পেট্রল বোমা মেরে ঘুমন্ত চালকদের পুড়িয়ে হত্যা করা হয়েছে। থেমে থাকা গাড়ি-ট্রাকের চালকের আসনে বসে থাকা শত শত চালককে বোমা মেরে এ বিএনপি হত্যা করেছে। এজন্য আপনাদের অনুরোধ জানাবো, যারা আপনাদের ভাই-বন্ধু-সহকর্মীদের পেট্রল বোমা মেরে হত্যা করেছে, তাদেরকে চিরতরে প্রত্যাখ্যান করুন।

(ওএস/এএস/জুন ২৫, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test