E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকার খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার কথা ভাবছে’

২০২২ সেপ্টেম্বর ২৪ ১৫:৪৪:৪৯
‘সরকার খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার কথা ভাবছে’

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার ভাবছে খালেদা জিয়াকে মুক্ত করে বিএনপিকে যদি নির্বাচনে আনা যায়, তাহলে কেমন দেখা যায়। এমন কথাও আমাদের কানে আসছে, খালেদা জিয়া মুক্ত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না।

শনিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার কথা হলো, খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিলে সরকার নিজেই ক্ষমতায় থাকবে কি না? খালেদা জিয়া কি এত বোকা? তিনি আপসহীন। নৈতিকতাবিরোধী কোনো কাজ তাকে দিয়ে করানো সম্ভব নয়। এখানেই আমাদের শক্তি। আমাদের জন্য মাথা নত করার প্রশ্নই আসে না। আর আমরা যদি মাথা নত না করি, তাহলে শেখ হাসিনার জন্য আরেকটি নির্বাচন করে ক্ষমতায় আসা সম্ভব নয়।

সরকার গণমাধ্যমকে ব্যবহার করছে উল্লেখ করে গয়েশ্বর বলেন, সরকার গণমাধ্যমকে ব্যবহার করছে। কোনো সরকার যখন অবৈধভাবে ক্ষমতায় থাকে, তখন বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজের জন্য ব্যবহার করে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যে ব্যবধান আছে, বর্তমান সরকার এটি ভুলে গেছে। এ কারণে সরকার এমন কিছু প্রতিষ্ঠানকে ব্যবহার করছে, সেগুলো কিন্তু সরকারি প্রতিষ্ঠান না। যেসব সংস্থাকে সরকার ব্যবহার করছে, সব কিন্তু সরকারি সংস্থা না।

‘অনেক সাংবাদিকই আছেন যারা সত্য কথা বলতে চান, কিন্তু পারেন না। এই সরকারের আমলে অনেক সাংবাদিক মামলা খাচ্ছে, হামলা হচ্ছে, গুম হচ্ছে। আবার অনেক সাংবাদিক স্বাবলম্বীও হচ্ছে। কিন্তু একথা সত্য যে, বিএনপি সরকারের আমলে সাংবাদিকদের নির্যাতনের শিকার হতে হয়নি।’

তিনি আরও বলেন, বিদেশে ১০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। প্রশ্ন হলো, টাকা কোথা থেকে আয় হয়েছে? সেটাতো লুটপাটের টাকা। যদি ওই টাকা দেশে থাকতো, যদি বিনিয়োগ হতো, মানুষের কর্মসংস্থান হতো, তবে টাকাও বাড়তো, দেশও সমৃদ্ধ হতো। কিন্তু তারা তো চুরি করে টাকা বাইরে পাচার করেছে।’

নির্বাচন কমিশন প্রসঙ্গে গয়েশ্বর বলেন, সরকার ইভিএম কিনবে। আর কিছুদিন পর নির্বাচন কমিশনের বেতন দেবে কোথা থেকে সেটাই তো প্রশ্ন। থলেতে টাকা নেই, ব্যাংকগুলোর অবস্থা খারাপ। দুদক যেখানে সেখানে হানা দিচ্ছে টাকার জন্য। চীন বা বিশ্বব্যাংক তো বিনিয়োগ করবে ব্যবসায় বা উন্নয়নের পেছনে। সরকারি চাকরিজীবীদের বেতন দিতে তো তারা ঋণ দেবে না। কিছুদিন পর সরকার কর্মচারীদের বেতন দিতেই হিমশিম খাবে।

সিভিল রাইটস সোসাইটির চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৪, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test