E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে'

২০২২ অক্টোবর ২৮ ১৩:০২:৫২
'সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে'

রাজন্য রুহানি, জামালপুর : সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ বলেছেন, 'ভয়াবহ লোডশেডিংয়ের কবলে দেশের মানুষ আজ নাকাল। ডলারের অভাবে জ্বালানি তেল কিনতে পারছেনা সরকার। চাহিদামতো বিদ্যুৎ উৎপাদনও করতে পারছেনা। কল কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। হুমকির মুখে রপ্তানিশিল্প। টাকার অভাবে মানুষ বাজার করতে পারছেনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে।'

তিনি আরও বলেন, 'সরকারের মেগা প্রকল্পের নামে বড় ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে। মেগা প্রকল্প বন্ধ করে টাকার সংস্থান করতে হবে। সামনে দেশে খাদ্য সংকট হতে পারে। তাই দুর্ভিক্ষের হাত থেকে জনগণকে রক্ষার জন্য সরকারকে এখনই ব্যবস্থা নিতে হবে।'

জামালপুরে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে শুক্রবার (২৮ অক্টোবর) সকালে শহরের স্টেশন রোডে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক যুগ্ম-সম্পাদক মীর সামছুল আলম লিপটন, জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব জাকির হোসেন খান, জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামসহ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামীকাল শনিবার শহরের মির্জা আজম অডিটোরিয়ামে সকাল ১০টায় জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

(আরআর/এএস/অক্টোবর ২৮, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test