E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আওয়ামী লীগ সরকার রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে’

২০২২ নভেম্বর ১২ ১৮:০০:৩৪
‘আওয়ামী লীগ সরকার রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে’

মিঠুন গোস্বামী, ফরিদপুর থেকে : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পরে ৮ হাজার মাইল দূরে থেকে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে তরুণ বীর সেনানী তারেক রহমান। 

আজ শনিবার (১২ নভেম্বর) বিকেলে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে ফরিদপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ সারাজীবন লাড়াই করে গেছেন ভোট দেওয়ার অধিকারের জন্য। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।আমাদের ভবিষ্যতকে ধ্বংস করে দিয়েছে।

আওয়ামী লীগ সরকার নিজেরাই নির্বাচন করতে চাই। তারা একক ভাবে নির্বাচন এসে ক্ষমতায় আসতে চাই। কিন্তু আমার কথা হলো, বাংলাদেশের জনগণের কথা হলো, আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দেবো। কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা মানবে না। আওয়ামী লীগ সরকার বলে আমার ভোটও আমি দিবো, তোমার ভোটও আমি দিবো।

ফখরুল বলেন, বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা নির্বাচিত সরকার নয়। এরা জোর করে, বন্দুক পিস্তল দিয়ে, রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে, গুম করে, খুন করে, মিথ্যা মামলা দিয়ে তারা জোর করে ক্ষমতায় টিকে রয়েছে। এই সরকার যদি আগামীতেও ক্ষমতায় থাকে তাহলে আমাদের অধিকার নষ্ট হয়ে যাবে। তাই আমাদের এই সরকারকে পতন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন দিতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে এই অবৈধ ও ভোটচোর সরকারের হাত থেকে বাঁচাবো।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালের পর শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এটি বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশকে ঘিরে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাকায় ইতোমধ্যে বিভিন্ন উপায়ে সমাবেশস্থল ফরিদপুর কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে জড়ো হয়েছেন নেতা-কর্মীরা। শনিবার নির্ধারিত সময়ে তিন ঘন্টা আগেই সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

(এমজি/এসপি/নভেম্বর ১২, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test