E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে’

২০২৩ জানুয়ারি ২১ ২৩:৩২:১৭
‘সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে’

স্টাফ রিপোর্টার : বিএনপি গণসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলটির প্রধান অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে বরিশাল সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

মোনায়েম মুন্না বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন করছে। সেই আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়েছে। বিএনপির বিভাগীয় গণসমাবেশসহ সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতে সেটা প্রমাণিত। আগামীতে রাজধানী ঢাকা ছাড়াও দেশের প্রতিটি জেলায় কঠোর আন্দোলন হবে। গণসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়েই অনির্বাচিত এই সরকারের পতন ঘটানো হবে। আর সরকারের পতনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লেখ করে যুবদলের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়াকে মুক্তি দিতে এ সরকারকে বাধ্য করতে হবে। এসময় সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

জিয়াউর রহমানকে ভালোভাবে জানতে নেতাকর্মীদের তার জীবনী পড়ার আহ্বান জানিয়ে মোনায়েম মুন্না বলেন, আপনারা যারা বিএনপি করেন তারা প্রত্যেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী পড়বেন। অন্যথায় তিনি যে কত বড় মানুষ ছিলেন, তার জ্ঞান-গরিমা কতটা সমৃদ্ধ ছিল, মহান স্বাধীনতাযুদ্ধে তার কী অবদান ছিল, বাংলাদেশ বিনির্মাণে তার কী ভূমিকা ছিল- সেটা পরিপূর্ণভাবে জানতে পারবেন না।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রকৃতপক্ষেই একজন সাহসী যোদ্ধা, একজন দেশপ্রেমিক, একজন রাষ্ট্রনায়ক ছিলেন। দেশ ও দেশের জনগণের প্রতি অকৃত্রিম ভালবাসার কারণে স্ত্রী ও পুত্রদের কথা চিন্তা না করেই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন; স্বাধীনতাযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। যুদ্ধের ময়দানে থেকে তিনি যুদ্ধে নেতৃত্বে দিয়েছেন।

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

(ওএস/এএস/জানুয়ারি ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test