E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিভাগীয় সমাবেশে বিএনপি নেতাদের দায়িত্ব বণ্টন

২০২৩ জানুয়ারি ৩১ ১৬:৫৫:০৩
বিভাগীয় সমাবেশে বিএনপি নেতাদের দায়িত্ব বণ্টন

স্টাফ রিপোর্টার : যুগপৎ আন্দোলনে ঢাকাসহ বিভাগীয় সদরে সমাবেশে নেতাদের দায়িত্ব বণ্টন করেছে বিএনপি। আগামী ৪ ফেব্রুয়ারি দেশব্যাপী ঢাকাসহ বিভাগীয় সদরগুলোতে এ ঘোষিত কর্মসূচি হবে।

নেতা-কর্মীদের মুক্তি দাবি এবং বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি দেশব্যাপী বিভাগীয় সদরে সমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত থাকবেন।

কুমিল্লায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন উপস্থিত থাকবেন।

রাজশাহীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু ও শাহজাহান মিয়া উপস্থিত থাকবেন।

খুলনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী উপস্থিত থাকবেন।

বরিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার উপস্থিত থাকবেন।

চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক উপস্থিত থাকবেন।

ময়মনসিংহে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ উপস্থিত থাকবেন।

সিলেটে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তাহমিনা রূশদির লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

ফরিদপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুল হক শাহজাদা মিয়া উপস্থিত থাকবেন।

রংপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া উপস্থিত থাকবেন।

(ওএস/এসপি/জানুয়ারি ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test