E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামায়াতের গুলশান শাখার সভাপতিসহ ১৬ নেতাকর্মী গ্রেফতার

২০২৩ মার্চ ২৮ ১৮:১১:২২
জামায়াতের গুলশান শাখার সভাপতিসহ ১৬ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশান থানা এলাকা থেকে জামায়াতে ইসলামীর গুলশান পূর্ব শাখার সভাপতি হোসাইন বিন মানসুরকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে জামায়াত-শিবিরের আরও ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ১৪ জন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।

সোমবার (২৭ মার্চ) রাত সোয়া ১০টার দিকে শাহজাদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে ৮টি ককটেল, ২০টি সদস্য ফরম, ৩২টি লিফলেট, ১০টি মাসিক রিপোর্ট ফরম, ১০টি রোকন চেক লিস্ট, ১৩টি নির্দেশিকা, ১৪টি ইসলাম ও সন্ত্রাসবাদ বিষয়ক বই, ২০টি জামায়াত পরিচিতি, ১৬টি ইসলাম ও গণতন্ত্র বিষয়ক বই, ৯টি পরিবর্তন দেখাতে চায় জামায়াত বিষয়ক বই, ৬টি ইসলাম প্রতিষ্ঠায় নারীদের দায়িত্ব বিষয়ক বই, একটি ব্যক্তিগত রিপোর্ট বই, একটি সংগঠন পদ্ধতি বই, একটি বিচারের নামে প্রহসন শিরোনামের বই, মুক্তিযোদ্ধারা কেন মৌলবাদী দলে বিষয়ক বই ৪টি, দেশটা কি রাজাকারমুক্ত হবে শীর্ষক বই ৩টি ও ৭ কপি সমাজসেবা বুলেটিন উদ্ধার করা হয়।

মঙ্গলবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহজাদপুরের একটি বাড়ির নিচ তলায় ভাড়া করা অফিস কক্ষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা সরকারের ভাবমূর্তি নস্যাৎ করাসহ সরকারবিরোধী এজেন্ডা বাস্তবায়ন ও সরকারকে বেকায়দায় ফেলার বিষয়ে আলোচনার জন্য ককটেলসহ অবস্থান করছিলেন।

এ সংবাদের ভিত্তিতে গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি বি এম ফরমান আলী।

(ওএস/এসপি/মার্চ ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test