E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মন্ত্রী-এমপিরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করায় জিনিসপত্রের দাম বেড়েছে’   

২০২৩ এপ্রিল ০৯ ১৩:৫১:২৯
‘মন্ত্রী-এমপিরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করায় জিনিসপত্রের দাম বেড়েছে’   

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর বলেছেন, 'আমরা জনগণের ভোটের অধিকার চাই, ভাতের অধিকার চাই। দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে তাতে আর আমাদের বাঁচার অবস্থা নেই। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়ায় জিনিসপত্রের দাম বেড়ে গেছে।'

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জনশক্তির উপরে আর কোন শক্তি নেই। জনশক্তিকে সংগঠিত করতে হবে।' এই অবস্থান কর্মসূচি থেকে আপনাদের অঙ্গীকার করতে হবে এই দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে সরকারকে বিদায় দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। বিদ্যুত ও দ্রব্যমূল্য কমাতে হবে, এই সরকারকে আমরা চাই না।'

তিনি আরো বলেন, 'সামনে আরো বড় আন্দোলন করা হবে। ইনশাআল্লাহ আমরা সেই আন্দোলনে জিতবো; আওয়ামী লীগ পরাজিত হবে।'

শনিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী জর্জ একাডেমীর ছব্দু চত্বরে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

বোয়ালমারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় ও উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) খন্দকার রফিকুল ইসলাম কামাল মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, সহ সভাপতি খান আতাউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক গোলাম কুদ্দুস মোল্যা, বোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, চতুল ইউনিয়নের বিএনপির সভাপতি একলিম শরীফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশিদ হেলাল, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, কাউন্সিলর শেখ আজিজুল হক, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মনির হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মিল্টন খান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা নিউটন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ আনিসুরজ্জামান তপু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ মিয়া প্রমুখ।

বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আলোচনা শেষে ইফতারের আয়োজ করা হয় । তবে কর্মসূচিতে বিএনপির অপর সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সমর্থকদের এ কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

অপরদিকে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজম খান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম শেখ, সাধারণ সম্পাদক মিয়া আকরামুজ্জামান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব রবিউল হক রিপন প্রমুখ। উপজেলা বিএনপির সভাপতি আব্বাস উদ্দিনের সভাপতিত্বে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(কেএইচএফ/এএস/এপ্রিল ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test