E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মামলার তারিখ পড়লেই বিএনপি নেত্রী হরতাল ডাকেন

২০১৪ অক্টোবর ২৫ ১৪:৪৯:২৫
মামলার তারিখ পড়লেই বিএনপি নেত্রী হরতাল ডাকেন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর বিসিক শিল্পনগরীর স্থাপিত এলাকা পরিদর্শন যান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। পরিদর্শন শেষে শনিবার সকালে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা দেশব্যাপী রবিবারের সকাল-সন্ধ্যা হরতাল নিয়ে তিনি বলেন, দুর্নীতি মামলার তারিখ পড়লেই বিএনপি নেত্রী হরতাল ডাকেন।

নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘যখনই কোনো দুর্নীতির মামলার তারিখ পড়ে, তখনই হরতাল বা কোনো কর্মসূচি দিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া চেষ্টা করেন, যাতে কোর্টে যেতে না হয়। হরতালে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে। এ বিষয়ে সরকার কাউকেই ছাড় দেবে না।’

তিনি আরো বলেন, ‘হরতালকে যারা গণতান্ত্রিক অধিকার মনে করে ধ্বংস, তাণ্ডব, মানুষ হত্যা, সহিংসতা, গাড়ি ভাঙচুর, জ্বালাও-পোড়াও করে, তাদের বিরুদ্ধে সরকার কঠিন পদক্ষেপ নেবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) উত্তম কুমার পাল, সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক ইউসুফ আলী মোল্লা প্রমুখ

(ওএস/এটিআর/অক্টোবর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test