E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নয়াপল্টনে চলছে বিএনপির জনসমাবেশ

২০২৩ মে ২৭ ১৭:০৫:৩৮
নয়াপল্টনে চলছে বিএনপির জনসমাবেশ

স্টাফ রিপোর্টার : সরকার পতনের যুগপৎ আন্দোলনের ১০ দফাসহ দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির জনসমাবেশ। শনিবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।

পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হন দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আজকের এ সমাবেশে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

দলের অন্যান্য দাবির সঙ্গে মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে সমাবেশ করছে দলটি নেতাকর্মীরা।

এছাড়া দেশের ১৫ জেলা ও মহানগরে আজ জনসমাবেশ করছে বিএনপি। একই সঙ্গে সমমনা গণফোরাম জোটের উদ্যোগেও একই কর্মসূচি পালন করা হচ্ছে।

(ওএস/এসপি/মে ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

২২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test