E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশ উন্মাদের হাতে নয়, রিজভীই উন্মাদ’

২০১৪ অক্টোবর ২৮ ১৫:০০:০৮
‘দেশ উন্মাদের হাতে নয়, রিজভীই উন্মাদ’

স্টাফ রিপোর্টার : বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে উন্মাদ বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, রিজভী মাঝে মধ্যে বলে থাকেন-দেশ আজ উন্মাদের হাতে। আসলে দেশ উন্মাদের হাতে নয়, আপনিই (রিজভী) উন্মাদ।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জনতার প্রত্যাশা নামে একটি সংগঠনের ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই সফলতা, অপশক্তির পরাজয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

‘সরকার ক্ষমতা থেকে নামলে জনগণ তাদের গণধোলাই দেবে’ সম্প্রতি খালেদা জিয়ার এমন মন্তব্যের প্রতিবাদে হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের কার্যালয়ে তালাবদ্ধ করে রাখে। কাউকে কাউকে গণধোলাইও দিয়েছে। নির্বাচনে না যাওয়ার কারণে ভবিষ্যতে তারাই খালেদা জিয়াকে গণধোলাই দেবে।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আর আজ তিনি এসব মন্তব্য করছেন। তার মুখে এসব অশালীন কথা মানায় না।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সমগ্র বিশ্ব নেতৃত্ব আজ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে। ফলে বাংলাদেশ আজ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের নেতৃত্ব পাচ্ছে। কিন্তু আমাদের সফলতায় সুখে নেই খালেদা জিয়া ও তার দলের নেতারা।

হাছান মাহমুদ বলেন, নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেনও বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি দেখে চমকে গেছেন। বিশ্বব্যাংক বলেছে, বিশ্ব মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে গেছে। তারপরও খালেদা জিয়া বলছেন, বাংলাদেশের অর্থনীতি নাকি ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে তিনি বিশ্বব্যাংক, আইএমএফের কোনো প্রতিবেদন পড়েন না।

সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে সভায় এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম স্বপন, শাহে আলম মুরাদ, অধ্যক্ষ শাহজাহান আলম সাজুসহ আরো অনেকে।

(ওএস/এএস/অক্টোবর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test