E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘২০১৯ সালের পর দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে’

২০১৪ অক্টোবর ২৮ ১৬:২১:২২
‘২০১৯ সালের পর দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে’

পাবনা প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা চালিয়ে, মানুষ মেরে কখনও জনগণের আস্থা অর্জন করা যায় না। ২০১৯ সালের পর দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ট্রেন ছেড়ে গেছে। আবার ট্রেন ফিরে আসবে, আপনি প্রস্তুতি নিন, দল গোছানোর পরামর্শ দেন তিনি।’ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এ কথাগুলো বলেন তিনি।

মঙ্গলবার দুপুরে পাবনা মেডিকেল কলেজ চত্বরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

খালেদা জিয়ার উদ্দেশ্যে করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘বৈধ সরকারকে অবৈধ উপায়ে উৎখাতে যে ষড়যন্ত্র করছেন। কোনো লাভ হবে না। আপনি জ্বালাবেন, পোড়াবেন। মানুষ মারবেন আর আহত করবেন। আমি স্বাস্থ্যমন্ত্রী দেশের সবখানেই হাসপাতাল ও ডাক্তার পর্যাপ্ত দেবো চিকিৎসা সেবার জন্য। বর্তমান সরকার লোডশেডিং নয় বরং আলোকিত করেছেন বাংলাদেশ।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘গণতন্ত্র আছে বলেই আওয়ামী লীগ সরকারের সময়ে অনুষ্ঠিত স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে বিএনপি-জামায়াত জয়ী হয়।’

তিনি বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে আতাঁত করে ৩ মাস দেশের জনগণের ওপর রোজ কিয়ামত দিয়ে কী পেয়েছেন? সাধারণ মানুষ, পুলিশ, বিজিবি, সরকারি কর্মকর্তার ওপর হত্যাযজ্ঞ চালিয়ে, দেশের নৈরাজ্য সৃষ্টি করে বৈধ নির্বাচন ঠেকিয়ে রাখতে পারেননি।’

স্বাস্থ্যমন্ত্রী পাবনা মেডিকেল কলেজ, পাবনা জেনারেল হাসপাতাল ও পাবনা মানসিক হাসপাতালের নানা দুঃখ-দুর্দশা ও সমস্যার কথা শোনার পর পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি হাসপাতালের ২টি অনুষদের বিভিন্ন পদ সৃষ্টি করে শূন্যতা দূরিকরণের নির্দেশ দেন।

পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যক্ষ ডা. রিয়াজুল হক রেজার সভাপতিত্বে এ সমাবেশ হয়।

(ওএস/এএস/অক্টোবর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test