E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় পার্টি ক্ষমতায় এলে ইসলাম শক্তিশালী হবে

২০১৪ অক্টোবর ২৮ ১৭:৪৯:৩২
জাতীয় পার্টি ক্ষমতায় এলে ইসলাম শক্তিশালী হবে

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে ইসলাম শক্তিশালী হবে। তাই কর্মীদের ঈমানী শক্তি নিয়ে কাজ করতে হবে। ঈমান শক্ত থাকলে ইনশাআল্লাহ কেউ আমাদের কিছু করতে পারবে না।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে মঙ্গলবার বিকেলে জাতীয় ওলামা পার্টি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘এই পীর মাশায়েখদের জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম। আল্লাহর রহমত। আল্লাহ আপনাদের আমার সামনে এনেছেন। যারা ওযু করে নিয়মিত নামাজ পড়েন আল্লাহ তাদের মুখ উজ্জ্বল করে দেন। আমি আপনাদের মুখ উজ্জ্বল দেখতে পাচ্ছি।’

এরপর এরশাদ বলেন, ‘সেদিন এক সভায় আমি বলেছি সময় কম। অনেকে এটাকে ভিন্নভাবে লিখেছে। আমি বলছি, সরকার আর ৪ বছর আছে। ৪ বছর বেশি সময় না। এর মানে অন্য কিছু আমি বোঝাইনি।’

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আপনারা আরও আলেমদের নিয়ে আসুন। জাপা ক্ষমতায় গেলে ইসলাম ও দেশ শক্তিশালী হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে।’

এরশাদ বলেন, ‘আমার দ্বারা মানুষ হত্যা হবে না। আমি ক্ষমতায় থাকতে আমার দ্বারা একজন মানুষও হত্যা হয়নি। মানুষ হত্যা করে ক্ষমতায় থাকা যায় না। যে মানুষ হত্যা করে সে মুসলমান না। মানুষ পরিবর্তন চাচ্ছে। আপনারা পাশে থাকলে পরিবর্তন হবে।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমি জেল-জুলুম ভয় পাই না। এক আল্লাহ ছাড়া আর কাউকে আমি ভয় না। কারও কাছে মাথা নত করি না।’

এরশাদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আলেম-ওলামাদের উপর নির্যাতন হয়েছে। একটি সরকার বলেছিল, মাদ্রাসার ছাত্ররা জঙ্গি। মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। এখন তারাই বন্ধ হওয়ার পথে।’

এরশাদ পৃথিবীতে জিহাদ চলছে দাবি করে বলেন, ‘জিহাদ চলছে, চলবে। তবে পশ্চিমারা আমাদের সন্ত্রাসী বলছে। আমাদের ছোট করার জন্য ওরা সন্ত্রাসী বলছে। কিন্তু আমরা সন্ত্রাসী নই। আমরা জিহাদী।’

বাংলাদেশের বর্তমান ধর্মচর্চার ব্যাপারে হতাশা ব্যক্ত করে এরশাদ বলেন, ‘এটা কি মুসলামান সমাজ। প্রতিদিন মানুষ খুন হচ্ছে। যে মানুষ হত্যা করে সে মুসলমান না। প্রতিদিন ঘর-বাড়ি দখল হচ্ছে। আমরা ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আমরা আল্লাহ-রাসূলকে (সা.) ভুলে গেছি। আমরা সব ভুলে যাচ্ছি।’

এসময় ওলামারা আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে শ্লোগান তুলতে এরশাদ বলেন, ‘লতিফ সিদ্দিকী মুরতাদ। তার নাম মুখেও আনতে চাই না।’

জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারী হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়শল চিশতী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, নুরুল ইসলাম নুরু প্রমুখ।

(ওএস/এটিআর/অক্টোবর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test