E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না’

২০১৪ অক্টোবর ২৯ ১৪:৩০:৩১
‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না’

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেছেন, সংকট উত্তরণ এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি আন্দোলন করছে। সরকার বিরোধী এ আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত ভাষা সৈনিক আবদুল মতিনের স্মরণে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ব্যর্থ হয়নি। কারণ ওই নির্বাচনে বিএনপির আহ্বানে সাড়া দিয়ে জনগণ ভোটকেন্দ্রে যায়নি। এখনো সীমিত সামর্থে দল গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আন্দোলন অব্যাহত রেখেছে।

‘দানব সরকারকে’ হটাতে দল-মত নির্বিশেষে সবাইকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও কার্যত গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্র হত্যা করে দেশে একদলীয় শাসন দীর্ঘস্থায়ী করতে চায়। তারা গণতন্ত্র ও সংবিধানের দোহাই দিয়ে সরকার গঠন করেছে। অবৈধ সংসদ করেছে। এখন ক্ষমতার দম্ভে সবাইকে জিম্মি করে রেখেছে। কিন্তু মানুষ এ অবস্থা মেনে নেবে না।

ভাষা মতিনকে রাষ্ট্রীয় সন্মান না জানানোর সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ একজন ছাড়া কাউকে চেনে না, সম্মানও দেয় না। তাদের কাছ থেকে সন্মান আশা করা যায় না। ভাষা সৈনিক আবদুল মতিনকে রাষ্ট্রীয় সন্মান না জানালেও জনগণ তাকে সন্মান জানিয়েছে।”

ভাসানী স্মৃতি সংসদের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, কলামিস্ট নাজমুল হক নান্নু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রয়াত ভাষা সৈনিক আবদুল মতিনের সহধর্মিনী গুলবদন্নেসা মনিকা প্রমুখ।

(ওএস/এএস/অক্টোবর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test