E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজধানীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতা-কর্মীদের সংঘর্ষ

২০১৪ অক্টোবর ২৯ ১৬:১৭:২১
রাজধানীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতা-কর্মীদের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, ঢাকা : রাজধানীর বাড্ডা ও যাত্রীবাড়ীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়েছে। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার প্রতিবাদে জামায়াত-শিবির কর্মীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল বের করলে এ সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত ও তিনজনকে আটক করেছে পুলিশ।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীনের নেতৃত্বে নিজামীর রায় ঘোষণার পর পরই বাড্ডার রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। এ সময় পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর ইসলাম বলেন, ‘পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের হালকা সংঘর্ষ হয়েছে। তারা নাশকতার উদ্দেশ্যে রাস্তায় এসেছিল। পুলিশ ধাওয়া দিলে পরে তারা পালিয়ে যায়। সেখান থেকে কাউকে আটক করা যায়নি।’

রাজধানীর জুরাইন রেলগেইট থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলটি ধোলাইপাড়ে দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঢাকা মহানগর জামায়াতের মজলিশে শুরা সদস্য হাফিজুর রহমান, অধ্যাপক আব্দুল মান্নান, আবু আব্দুল্লাহ, মফিজুল ইসলাম, এম আলম ভূঁইয়া ও ড. আব্দুল জব্বার, শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাইনুদ্দীন মৃধা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি খালিদ হাসান সুজনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া নিজামীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাৎক্ষণিকভাবে মিরপুর ১০ নম্বরের বিআরটিএর সামনে থেকে মিছিল বের করে জামায়াত-শিবির। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোবারক হোসেন এতে নেতৃত্ব দেন। এ সময় মহানগর কর্মপরিষদ সদস্য লস্কর মোহাম্মদ তসলিম ও মাওলানা দেলাওয়ার হোসাইন, মজলিশে শুরা সদস্য আব্দুস সালাম, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ ও শেখ শরীফ উদ্দীন আহমদ, জামায়াত নেতা আহমদুল্লাহ, আশরাফুল আলম, অধ্যাপক আনোয়ারুল করিম, শিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি তামীম হোসাইন ও নাজিমুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে রামপুরা টিভি ভবনের সামনে থেকে তাৎক্ষনিকভাবে মিছিল বের করে জামায়াত-শিবির। এতে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কবির আহমদ, ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন ও অধ্যাপক মোকাররাম হোসাইন খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

(ওএস/অ/অক্টোবর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test