E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিরোধীদলের সহিংসতা কঠোর হাতে দমন করা হবে’

২০১৪ অক্টোবর ৩০ ১৫:০৭:৩৩
‘বিরোধীদলের সহিংসতা কঠোর হাতে দমন করা হবে’

মাদারীপুর প্রতিনিধি : উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে রাজনৈতিক স্থীতিশীলতা। তাই উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবার এক যোগে কাজ করতে হবে। বাংলাদেশ এখন ক্রমশ উন্নত এবং মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যেই কিংবা তারও আগে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। মাদারীপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় একথা বলেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, বিরোধী দলগুলোর উচিত বৃহত্তর স্বার্থে হরতালের নামে সহিংস কর্মকাণ্ড বন্ধ করা। বিরোধী দল যদি হরতালের নামে সহিংস ঘটনা ঘটায় তাহলে কঠোর হাতে দমন করা হবে। জনগণ এখন উন্নয়নে বিশ্বাসী। বিরোধী দলের হরতাল জনগণই রুখে দেবে।

মন্ত্রী বলেন, জামায়াত ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির হুকুম বহাল থাকায় হরতাল ডেকে জামায়াত ইসলাম রাস্তায় না এসে চোরাগোপ্তা হামলা চালাবে। এটাই স্বাভাবিক। এটা সরকারের জানা আছে। সরকার তা কঠোর হাতে পদক্ষেপ নিবে। তবে এর জন্য যদি কোনো ধরণের ক্ষয়-ক্ষতি হয় তার জন্য খেশারত জামায়াতকেই দিতে হবে।

নৌমন্ত্রী আরো বলেন, আগামী ২/৩ বছরের মধ্যে মাদারীপুর একটি উন্নত জেলায় পরিণত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ্। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

(এএসএ/এএস/অক্টোবর ৩০,২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test